বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজার গণহত্যাকে স্বীকার করে না, তাদের নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই কঠোর তদারকির অভাবে সুন্দরবন পুড়ে ছাই হচ্ছে : বাপা আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না: নুর বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ দলের সভা ডেকেছেন শেখ হাসিনা সব সূচকে পিছিয়ে ঢাকা, বাসযোগ্যতায় দরকার রাজনৈতিক সদিচ্ছা বিএনপির বহিষ্কৃত নেতার কাছে ধরাশায়ী আ’লীগের ৫ নেতা কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় অগ্নিসংযোগ-গুলিবর্ষণ, আহত ৪ সিলেট থেকে ছেড়ে গেল বিমানের হজ ফ্লাইট চট্টগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে রাষ্ট্রপতির আহ্বান আইসিসির ওপর নিষেধাজ্ঞার আভাস যুক্তরাষ্ট্রের এফডিসিতে নিপুণের শাস্তির দাবিতে শিল্পীদের মিছিল বোরো ধানের ফলনে সন্তোষ, দামে হতাশ কৃষক তেহরানে ইব্রাহিম রাইসির জানাজা পড়ালেন আয়াতুল্লাহ খামেনি তরুণরা ব্যবসায় এগিয়ে এলে বিনিয়োগ নিয়ে পাশে থাকবে প্রাণ অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যে তিন দেশ হিমালয়সহ পাহাড়-পর্বত রক্ষায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে লাল গোলাপের সাজে মোহনীয় লুকে ভাবনা এমপি আনোয়ারুল হত্যাকাণ্ড দুই দেশের কোনো বিষয় নয়: পররাষ্ট্রমন্ত্রী

মালীতে নিহত সেনা সদস্য আক্তার হোসেনের মেয়ের আকুতি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ২৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মুসাফির নজরুল, মাগুরা প্রতিনিধি: আমার বাবা আমায় ছেড়ে চলে যেতে পারে না। দু’মাস পরেই বাড়ি ফেরার কথা ছিল বাবার। বিদেশ থেকে কতকিছু আনার কথা ছিল সবার জন্য। কত ভালোবাসতো বাবা। গত কয়েকদিন আগেও বাবার সাথে কথা হয়েছিল তার। এসএসসি পরীক্ষার পর তাকে নিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার কথা ছিল। তা আর হলো না রিমির। কথাগুলো কেঁদে কেঁদে বলছিল মালীতে শান্তিরক্ষী মিশনে দায়িত্বরত বাংলাদেশের চার জন সেনা সদস্যের একজন ল্যান্স কর্পোরাল আক্তার হোসেনের মেয়ে রিমি।

নিহত ল্যান্স কর্পোরাল আক্তার হোসেনের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের বরালিদাহ গ্রামে। তিনি বরালিদাহ গ্রামের তালেম মোল্যার ছেলে। গতকাল শুক্রবার সকালে তার গ্রামের বাড়ি বরালিদাহ গিয়ে দেখা গেছে শোকে নিঃস্তব্ধ আক্তার হোসেনের পরিবার ও এলাকাবাসী। স্বামীর মৃত্যুতে বার বার বাকরুদ্ধ হয়ে যাচ্ছে স্ত্রী মুসলিমা আক্তার রেণু। তার পিতা তালেম মোল্যা পুত্রশোকে নির্বাক হয়ে বসে আছেন রান্না ঘরের বারান্দায়। ৫ বছরের ছোট মেয়ে জান্নাতুল কিছুই বুঝে উঠতে না পেরে ফ্যাল ফ্যাল করে সকলের মুখের দিকে তাকাচ্ছিল। পাড়া প্রতিবেশি অনেকেই বাড়ির উপর বসে আছে মলিন মুখে। আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই এসে পৌঁছে গেছে খবর শোনার পর থেকেই। কেউ কেউ উচ্চস্বরে কাঁদতে কাঁদতে আসছে বাড়ির উপর। কেউ কেউ সমবেদনা জানাচ্ছেন শোকে বিহবল গোটা পরিবারকে।  সবকিছু মিলিয়ে এ এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা।

অক্তার হোসেনের স্ত্রীর বড়ভাই শহিদুল ইসলাম জানান, কৃষিজীবী তালেম মোল্যা অনেক কষ্ট আক্তার হোসেনকে সেনাবাহিনীতে চাকুরী দেন। সুখেই চলছিল তাদের সংসার। তার এই আকস্মিক মৃত্যুতে তার পরিবারের যে ক্ষতি হলো তা পুরণ হবার নয়। আক্তার হোসেন আনুমানিক ২০ বছর পূর্বে একই উপজেলার নলখোলা গ্রামের মৃত কওছার বিশ্বাসের মেয়ে মুসলিমা আক্তার রেণুকে বিয়ে করেন। তার দুই কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে রিমি খাতুন এ বছর নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষা দিচ্ছে। ছোট মেয়ে জান্নাতুল প্রথম শ্রেণিতে পড়ে।

নিহত আক্তার হোসেনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামী বৃহস্পতিবার মরদেহ এসে পৌছালে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com