বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে তোলার সময় ছিটকে পড়ে একজন নিহত ও অন্তত দু’জন আহত হয়েছেন।
রোববার দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পথচারীর নাম স্বপন (৪৪)। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।
এ ঘটনায় আহতরা হলেন- তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী পলাশ (৩০) ও শাহ সিমেন্টের গাড়ি চালক ও নুরুন্নবী (৪০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও নির্মাণ শ্রমিক সূত্রে জানা গেছে, রাতে নিচ থেকে ক্রেন দিয়ে ফ্লাইওভারে একটি গার্ডার উঠানোর সময় সেটি ছিটকে যায়।
এ সময় গার্ডারটি নিচে থাকা তিনজনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী পলাশ বাঁ-পা, চালক নুরুন্নবী ডান পা ও পথচারী স্বপন বাঁ-পা হারান। তাদের প্রত্যেকেরই পায়ের হাঁটুর নিচের অংশ কাটা পড়ে।
আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়ে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, তিনজনেরই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এদের মধ্যে রাতে স্বপন নামে একজন মারা যান।
গার্ডারটি রেল লাইনের ওপর পড়ায় ঢাকা থেকে সারা দেশের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ ঝিল। পরে দমকলকর্মীরা গিয়ে সেটি সরিয়ে নিলে সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে ২০১২ সালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট জংশনে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।
বাংলা৭১নিউজ/এম