বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’

মার্কিন ক্ষমতা হস্তান্তরের আগে উত্থান-পতনে জ্বালানি তেলের বাজার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৬৩ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের দায়িত্ব নেয়ার আগের দিন উত্থান-পতনের মিশ্র প্রবণতায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের কেনাবেচা হয়েছে। 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) এক ব্যারেল অপরিশোধিত ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক ব্রেন্ট তেল বিক্রি হয়েছে ৫৫.০১ ডলারে। আগের দিনের সর্বশেষ দামের চেয়ে এই বাজার দর দশমিক ৪৭ শতাংশ বেশি। তবে, এরপরও বাজারের তথ্য বলছে, এই তেলের দাম গত সপ্তাহের মাঝামাঝি সময়ের তুলনায় প্রতি ব্যারেলে ২ ডলার করে কম। 

আবার এদিন এক ব্যারেল আমেরিকান বেঞ্চমার্ক কেনাবেচা হয়েছে ৫২.৩২ ডলারে। অপরিশোধিত এই জ্বালানি তেলের দাম আবার আগের দিনের (সোমবার) তুলনায় দশমিক ১৯ শতাংশ কম।

২০২০ সালে করোনার দাপটের মধ্যেও যখন বিশ্বের বিভিন্ন দেশে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ব্যাপকহারে কমতে থাকলেও ২য় শীর্ষ তেল শোধনকারী দেশ চীনে এর চাহিদা ঠিকই তুঙ্গেই ছিল।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যে দেখা যাচ্ছে, মহামারিকালেও ২০১৯ সালের তুলনায় গত বছর ৩ শতাংশ বেশি জ্বালানি তেল শোধন করেছে। চীনের এই চাহিদাই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

চীনেই করোনার উৎপত্তি হয়েছিল, যেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। সেই চীনের অর্থনীতিতেই তেমন কোন নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি করোনা। গেল বছর ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে দেশটির। তাই চলতি বছরের শুরু থেকে জ্বালানি তেলের বাজারে জ্বালানির যোগানও চীনই দেবে বলে ধরা হচ্ছে।   

তবে, দুশ্চিন্তায় ফেলেছে করোনার ২য় ধাপের সংক্রমণ। এরই মধ্যে এটি রোধে চীনের ৩টি প্রদেশের অন্তত ১১টি অঞ্চল লকডাউনে গেছে। সোমবারের (১৮ জানুয়ারি) লকডাউনের হিসাবে দেখা যাচ্ছে ফ্রান্স, ইতালি, গ্রিস তাদের রাতের কারফিউ চলমান রাখছে আর জার্মানি এ ব্যাপারে কতটা কঠোর হবে তা নির্ভর করছে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে সে দেশের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার আয়োজিত বৈঠকে গৃহিত সিদ্ধান্তের ওপর। 

এদিকে, ডেনমার্কের স্যাক্সো ব্যাংকের পূর্বাভাসের পরিষ্কার কিছু বলা না হলেও সোমবার ব্যাংকটি জানিয়েছে, করোনার এই দ্রুত ছড়িয়ে পড়ার মধ্যে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি সত্যিই বড় চ্যালেঞ্জের বিষয়।

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com