বাংলা৭১নিউজ, ডেস্ক: ২০০১ সালের টুইন টাওয়ারে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলার সুযোগ করে দিতে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া বিলটিকে ` উদ্বেগের কারণ` হিসেবে উল্লেখ করেছে রিয়াদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছে।
টুইন টাওয়ারে হামলায় জড়িত বিমান ছিনতাইকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি আরবের নাগরিক। হামলার ঘটনায় তিন হাজারের বেশি মানুষ মারা যায়। এ ঘটনার জন্য রিপাবলিকান দল ও হতাহতদের পরিবারের সদস্যরা সৌদি আরবকে দায়ী করেছে। তবে সৌদি সরকার এ অভিযোগ প্রত্যাখান করেছে।
বুধবার মার্কিন কংগ্রেস প্রেসিডেন্ট ওবামার ভেটো ক্ষমতাকে আগ্রাহ্য করে সৌদি আরবের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিলটি পাশ করে। সিনেট ও কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠের ভোটে বিলটি পাশ হওয়ায় এটি আইনে পরিণত হতে আর বাধা নেই।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে এই ‘আইনের বিপর্যয়কর ও বিপজ্জনক পরিণতি রুখতে মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এতে আরো বলা হয়েছে, ‘ এই আইনটি রাষ্ট্রের দায়মুক্তিকে সীমাবদ্ধ করেছে এবং যুক্তরাষ্ট্রসহ প্রত্যেকটি দেশে এর নেতিবাচক প্রভাব পড়বে।’
বাংলা৭১নিউজ/সিএইস