বাংলা৭১নিউজ,মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় পিকআপ ভ্যান চাপায় মা (৩৫) ও মেয়ে (৮) নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কলা বোঝাই একটি পিকআপভ্যান ওই দুই জনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকর্মীরা মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
নিহতরা মা-মেয়ে বলে ধারণা করছে পুলিশ। তবে রাত পৌনে ১০টা পর্যন্ত তাদের নাম ঠিকানা জানা যায়নি। মরদেহ দুটি বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।
বাংলা৭১নিউজ/সি এইস