বাংলা৭১নিউজ, ঢাকা: এবার মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার গত বছরের চেয়ে কমলেও বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।এবছর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এবার মাদ্রাসা বোর্ডে তিন হাজার ৩৭১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। গত বছর পেয়েছিল দুই হাজার ৬১০ জন।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০টি বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসময় শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসা বোর্ডে দুই লাখ ৮৬ হাজার ২০৬ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। তবে পাসের হার কমলেও এবার এই বোর্ড জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
গত ছয় বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে বেশি কমেছে। অন্যান্য বছরগুলোর তুলনায় গত বছরেও পাসের হার কমেছিল।
এছাড়া ২০১৬ সালে মাদ্রাসা বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ। ২০১৫ সালের ছিল ৯০ দশমিক ২ শতাংশ, ২০১৪ সালে ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ, ২০১৩ সালে ছিল ৮৯ দশমিক ১৩ এবং ২০১২ সালে এই হার ছিল ৮৮ দশমিক ৪৭ শতাংশ।
বাংলা৭১নিউজ/বিকে