বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের আব্দুল্লাহ দালালের ছেলে ইউছুপ দালাল (৪৫)।
আজ শুক্রবার ভোর রাতে উপজেলার রামকৃঞ্চপুর গ্রামে রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার হয়।
কলারোয়া থানার ওসি বিল্পব কুমার দেবনাথ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খবর পান যে, রামকৃঞ্চপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। এরপর পুলিশ যেয়ে ঘটনাস্থল থেকে ইউছুপের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ভোর রাতে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি ও ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ওসি জানান, ইউছুপের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস