বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি:“নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে মাদক বিরোধী সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় বাগেরহাট শহরের সরকারি বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩’শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।
বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. আবুল হোসেন, বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীয়তউল্লাহ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সাংস্কৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দোকার আকমল উদ্দিন রাখি। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সরদার শুকুর আহম্দে। বক্তারা বলেন, মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য প্রচন্ড ক্ষতিকর। সর্বগ্রাসী মাদক একটি সম্ভাবনাময় রাষ্ট্রকেও ধ্বংস করে দিতে পারে। যে কোন মূল্যে মাদকের ছোবল থেকে আমাদের আপন জন ও প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হবে। তাই মাদকমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
বাংলা৭১নিউজ/জেএস