বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরের স্বর্ন পট্টি এলাকা থেকে ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ আব্দুস সামাদ ও মালেকা বানু নামের স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- ক্ষেতলাল উপজেলার হিন্দাকসবা গ্রামের মৃত মহসিন আলীর ছেলে আব্দুস সামাদ (৬০) এবং তার স্ত্রী মালেকা বানু (৫৫)।
এছাড়াও মাদক বিরোধী অভিযানে গত রাত ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৪০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টার দিকে শহরের স্বর্নপট্টি এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদ ও মালেকা বানুকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী চালিয়ে ৮শ’ পিস আয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস