বুধবার, ২২ মে ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত

মাদক বিক্রেতা আটক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ১৬৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার কুখ্যাত মাদক বিক্রেতা মোঃ আনারুল ইসলাম (৫০) কে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। সে গোদাগাড়ী পৌর এলাকার ফাজিলপুর গ্রামের  মোঃ আতাউর রহমানের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল শহিদ ফিরোজ চত্ত্বরের পাশে আল-মদিনা ডেকোরেটরের কাছে নিমতলা এলাকায় অবস্থান নেয়।

পুলিশের কাছে গোপন সংবাদ ছিলো মাদক স¤্রাট আনারুল হেরোইন নিয়ে বেচাকেনার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে। পুলিশ সেই সময়ে আনারুল কে আটক করে দেহ তল্লাসী চালিয়ে ২ শত গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে আটক করে।

গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম মাদক স¤্রাট আনারুলের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,  সে একজন বড় মাপের মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন হতে এই ব্যবসায় করে আসছে। বর্তমান সময়ে সব মাদক ব্যবসায়ীরা যখন গা ঢাকা দিয়েছে সে এই সময়ে প্রকাশ্যে ঘুরাফেরা ও গোপনে মাদক ব্যবসায় করে যাচ্ছিলো। তার বিরুদ্ধে ২০১৩ সালে ২০ জুলাই মাদক মামলা রয়েছে। মামলা নাং ২১।

সেই সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ এর ১ (ক) ধারায় এজাহার ভুক্ত আসামী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

কিছুদিন আগে সুলতানা পুরি ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আটক করে।
এদিকে সরকারের মাদক বিরোধী অভিযান শুরু হলে গোদাগাড়ীর কুখ্যাত মাদক স¤্রাটরা অধিকাংশ গা ঢাকা দিয়েছে । কেউ ভারত কেউ রাজশাহী, ঢাকা,  বরেন্দ্র এলাকায় কিংবা সীমান্ত,এলাকায় অবস্থান করছে এর ফলে বড় বড় গডফাদাররা অধরা থেকেই যাচ্ছে।

অপরদিকে গোদাগাড়ী মডেল থানায় সদ্যযোগ দানকৃত নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আলম যোগদান করার পর হতে মাদক ব্যবসায়ীরা আতংকে আছে।  এর আগে গোদাগাড়ী মডেল থানার পুলিশ আর এক মাদক স¤্রাট, বিভিন্ন প্রশাসনের তালিকাভুক্ত মাদকব্যবসয়ী ডিম বিক্রেতা থেকে কোটিপতি শহিদুল ইসলাম ভোদলকে ১শ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। মাদক ব্যবসায়ী আনারুল গ্রেফতারের খবর শুনার পর পরই ছোট ও মধ্যম মাদক ব্যবসায়ী যারা মহিশালবাড়ী, শিবসাগর, মাদারপুর, সিএন্ডবি, গড়ের মাঠসহ বিভিন্ন এলাকায় ঘোরাঘোরি তার আবার এলাকা ছেড়ে পালিয়েছে।

সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী ্য মো: লুৎফর রহমনান জানান,  মাদক ব্যবসায়ী যতই শক্তিশালী হউকনা কেন তাদের কোন ছাড় নেই তাকে আইনের আওতায় আনা হবে। গোদাগাড়ী যে কোন মূল্যে মাদক মুক্ত করা হবে। শুধু সকলের সহযোগিতা চাই।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com