বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: মদ খেয়ে মাতলামী করার প্রতিবাদ করায় মাদিকাসক্ত ফরিদ ঢালী ও আসলাম ভান্ডারী প্রতিবাদকারী বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নেত্রকোনা জেলা খেলাফত যুব আন্দোলনের আমীর গাজী মোঃ আব্দুর রহিমকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত ১১টায় জেলা শহরের বড় বাজারস্থ খেলাফত যুব আমীরের ব্যবসা প্রতিষ্ঠান ‘হাফেজ্জী হুজুর সেন্টারে’। এ ঘটনার প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঐ নেতা।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, বড় বাজারের মাদকাসক্ত ফরিদ ঢালী ও আসলাম ভান্ডারী দীর্ঘদিন যাবত রাতে মদপান করে মাতাল অবস্থায় বড়বাজার এলাকার নিরীহ পথচারী ও ব্যবসায়ীদের নানা ভাবে নাজেহাল করে আসছে। বিগত ৫ মাস পূর্বে উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গাজী আব্দুর রহিম সামাজিক ও ঈমানী দায়িত্ব হিসেবে তাদেরকে মৌখিকভাবে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে ঐদিনই আমাকে গালিগালাজ করে এবং আমার উপর চড়াও হয়। এক পর্যায়ে আমার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে এবং উপর্যুপুরি কিল ঘুষি মেরে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালেও ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে স্থানীয় মাতাব্বরগণের হস্তক্ষেপে তা মীমাংসা হয়ে হয়।
গত শুক্রবার রাতে মাদকাসক্ত ফরিদ ঢালী ও আসলাম ভান্ডারী মদ্যপ অবস্থায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবী করে এবং তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তারা বলে রাত ৮টার পরে যেন আমি দোকান বন্ধ করে শহর ছেড়ে চলে যাই। অন্যথায় তারা আমাকে প্রকাশ্যে খুন করবে বলে হুমকি দেয়।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস