বুধবার, ২৯ মে ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হঠাৎ বন্যার ঝুঁকিতে যে ৬ জেলা সীমার চেয়ে ৩০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে ইরান সম্পর্ক পরবর্তী স্তরে উন্নীত করতে চায় বাংলাদেশ-নেদারল্যান্ডস পাকিস্তানে তাপমাত্রা ছাড়ালো ৫২ ডিগ্রি সেলসিয়াস সাবেক আইজিপি বেনজীরকে দুদকে তলব ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট ২ জুন থেকে ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড জিতল সিসিমপুর ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো স্পেন শিশু ধর্ষণ মামলায় যুবককে আমৃত্যু কারাদণ্ড বাংলাদেশে ব্যবসা করতে চায় অ্যামাজন-বোয়িংয়ের মতো অনেক প্রতিষ্ঠান অবৈধ বিদেশিদের বিষয়ে তদন্ত করতে আইজিপিকে নির্দেশ হাইকোর্টের বাঘাইছড়িতে পাহাড় ধস, নিম্নাঞ্চল প্লাবিত ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে প্রাণ গেলো ইউপি সদস্যের মেঘনার তীররক্ষা বাঁধে ধস, মেরামতে নৌপুলিশ দেহাংশ খুঁজতে ভাঙা হবে সঞ্জীবা গার্ডেনসের স্যুয়ারেজ লাইন আজিজ-বেনজীর ইস্যুতে সরকার বিব্রত নয়: কাদের ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের দমন করবেন ট্রাম্প ১১ প্রকল্প অনুমোদন কর্ণফুলীতে হবে তীর সংরক্ষণ, নওগাঁয় আধুনিক সাইলো ‘১০ বছ‌রে ১৮১ সরকা‌রি কর্মকর্তার শা‌স্তি, ১৭০ জনকে অব্যাহতি’ রাষ্ট্রপতির কাছে তিন অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

মাঠে গড়ালো বিপিএল: উদ্ধোধনী খেলায় চিটাগাং ভাইকিংস ও রংপুর রাইডার্স

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯
  • ২১৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর। হয়ে গেল উদ্বোধনী ম্যাচের টস। সেই ভাগ্যে জিতলেন চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে হারিয়ে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এবারের ষষ্ঠ আসরে নতুনভাবে সংযোজিত হয়েছে অনেক কিছুই। তারকা ক্রিকেটারের উপস্থিতির দিক থেকে আগের আসরকে টেক্কা দিয়েছে এবারের আয়োজন। মাঠের ক্রিকেট ব্রডকাস্টিং প্রডাকশনে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে স্পাইডার ক্যামেরা। সেসঙ্গে সাত দলের জার্সিতেও এসেছে নতুনত্ব।

আজ বিকালে রাজশাহী কিংস ও ঢাকা ডায়নামাইটসওমুখোমুখ হবে। ম্যাচটি শুরু হবে বিকাল ৫টা ২০ মিনিটে।

মাঠের লড়াইয়ে নামার আগে গতকাল শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে প্রতিদ্বন্দ্বিতাকারী চার দল। শুক্রবার সকালে একাডেমি মাঠে অনুশীলন করেছে রাইডার্স ও ভাইকিংস। একই মাঠে দুপুরে অনুশীলন করেছে ডায়নামাইটস ও কিংস। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার আগে সকালে দলের সঙ্গে পুরো সময় অনুশীলন করেন অধিনায়ক মাশরাফি।

শুক্রবার অনুশীলনের পর রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। তাই সবার মধ্যে আলাদা একটা প্রত্যাশা তৈরি হয়েছে। আর এবার আমরা আগের দলের তুলনায় কাগজে-কলমে আরো শক্তিশালী। তাই আমরা নিজেদের টার্গেট নিয়ে আত্মবিশ্বাসী। তবে এ লক্ষ্য যেন দলের সাফল্যের পথে বুমেরাং না হয়, সেটিও মাথায় থাকবে। আমি মনে করি, টুর্নামেন্টটি বেশ চ্যালেঞ্জিং হবে।’

দলে যতই তারকা থাকুক না কেন, টি২০ ফরম্যাট বলেই সতর্ক মাশরাফি বলেন, ‘ফরম্যাটটা কিন্তু ওয়ানডে না। আমি নিজেও অনেকদিন ধরে টি২০ খেলার মধ্যে নেই। তাই নিজে তৈরি হওয়ার জন্যও আলাদা চ্যালেঞ্জ থাকছে। সতীর্থরাও নিজেদের যতটা সম্ভব প্রস্তুত করেছে।’ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাইডার্সের মতো তারকাবহুল দল প্রতিপক্ষ হলেও নিজের দলের প্রতি অগাধ আস্থা ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিমের। তিনি বলেন, ‘নতুন বছরে সবাইকেই নতুন করে শুরু করতে হবে। আমরাও চাই ভালো শুরু।’

উদ্বোধনী ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে নামতে পারছে না মুশফিকের ভাইকিংস। দলের সঙ্গে এখনো যোগ দেননি গত আসরে দুর্দান্ত পারফর্ম করা কিউই উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রনকি। আন্তর্জাতিক ব্যস্ততা থাকায় যোগ দেননি লংকান দাসুন সানকা। রনকির আসার ব্যাপারে সঠিক কোনো তথ্যও দিতে পারেনি দলটির ম্যানেজমেন্ট। তাই বিদেশী রিক্রুটদের মধ্যে ডেলপোর্ট, শাহজাদের সামর্থ্যের ওপরই নির্ভর করতে হচ্ছে মুশফিককে।

এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘বিপিএলে যেসব বিদেশী ক্রিকেটার ভালো করে, ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে দেশী ক্রিকেটারও ভালো করে। আমাদের দেশী রিক্রুট খুবই ভালো। দীর্ঘদিন পর আশরাফুল ভাই এসেছেন বিপিএলে। নিজের সেরাটা দেয়ার জন্য তিনি মুখিয়ে আছেন।’

বাংলা৭১নিউজ/আরএম

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com