বাংলা৭১নিউজ,ডেস্ক : মাছরাঙা টেলিভিশনের উপস্থাপিকা সাবিনা নিপাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এ অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আজ বুধবার রাতে এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সেলিম বলেন, অপহরণের অভিযোগ এনে মাছরাঙার টিভির উপস্থাপিকা নিপার এক বান্ধবী জিডি করেছেন। তবে ওসি জানান, যে মোবাইল ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল বলে জিডিতে উল্লেখ করা হয়েছে, সেই নম্বর থেকে কোনো ফোন করা হয়নি। মিথ্যা জিডি করা হয়েছে বলে দাবি করেন তিনি। সেলিম বলেন, ‘অপহরণের বিষয়টি এখনো স্পষ্ট না। আমরা বিষয়টি তদন্ত করছি।’
জিডি করে ফেরার পথে গতকাল গুলশান আড়ংয়ের সামনে থেকে নিপাকে অপহরণ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এলাকাটি তেজগাঁও থানার আওতাধীন। আর নিপা থাকেন গুলশান থানা এলাকায়।
এ ব্যাপারে গুলশান থানার ওসি (তদন্ত) সালাহউদ্দিন মিয়া বলেন, গত ২৬ এপ্রিল স্বামী রুহুল আমিনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন সাবিনা নিপা। গতকাল তিনি হুমকির অভিযোগে একটি জিডি করেন গুলশান থানায়। তিনি বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য আমরা আদালতে আবেদন করেছি। আদালত অনুমতি দিলে তদন্ত শুরু করব।’
এ ব্যাপারে মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা বলেন, ‘আমরা তাঁর কোনো খোঁজখবর জানি না। বিষয়টি আমরা পুলিশকে ইনফর্ম করেছি। নিপা পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেছিলেন। তিন মাস ধরে তাঁর পারিবারিক সমস্যা চলছিল বলে জেনেছি। তাঁকে অপহরণের অভিযোগে থানায় জিডি হয়েছে বলে শুনেছি।’
বাংলা৭১নিউজ/এএফএইচ