শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার বাদ মহিউদ্দিন চৌধুরী, শহীদ ওয়াসিমের নামে হলো চট্টগ্রামের উড়ালসড়ক উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি হাসপাতালে পরিবারের সবাই, অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন এক সমন্বয়কের নেতৃত্বে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী আহত রাতুলকে বিজিবির সহায়তা বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি, ইউপিডিএফ সদস্য নিহত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র মধুমতীর পানি বাড়ায় ভাঙনের কবলে ‘স্বপ্ন নগর’ আশ্রয়ণ প্রকল্প যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মাগুরায় ৩ পতিতাসহ প্রতারক চক্রের ৯ সদস্য আটক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(সাতক্ষীরা)প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ তিন নারীসহ প্রতারক চক্রের নয় সদস্যকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার আব্দুল হান্নান মোল্যার ছেলে রাজু মোল্যা (২৭), সদর উপজেলার মাগুরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন সোহান (২১) ও তার স্ত্রী সাদিয়া সুলতানা (১৮), একই গ্রামের আফসার সরদারের ছেলে আবুবক্কর সিদ্দিক শুভ (২৪), মৃত ছাকার আলী কচির ছেলে সাইফুল ইসলাম (৪২), বরিশাল জেলার কোতয়ালী থানার কালিবাড়ি এলাকার নিখিল নন্দির ছেলে মিঠুন নন্দি (৩০), সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আমিনুর ইসলাম (৫০), বেতলা গ্রামের জনি সরদারের স্ত্রী রুমা খাতুন ইতি (২০) ও আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী খালেদা আক্তার মিতা (২২)।

সাতক্ষীরা সদর থানায় শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জ সালাহউদ্দীন এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সদর থানার পুলিশ মাগুরা গ্রামের সাইফুলের বাড়িতে এক বিশেষ অভিযান চালিয়ে তিন নারী পতিতা, সাত জিম্মিকারী ও দুই খরিদ্দারসহ নয় জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, সংঘবদ্ধ এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে পতিতা বৃত্তির নামে মোবাইলে মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে খরিদ্দার ডেকে এনে সুবিধাজনক স্থানে আটকিয়ে রেখে তাদের জিম্মি করে বিকাশ, রকেট ও নগদ মোবাইল একাউন্টের মাধ্যমে বিভিন্ন কৌশলে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

প্রেস ব্রিফিংয়ের সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার ও প্রতিরোধ দমন আইনের ১২(১)১৩/৮ ধারায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com