বাংলা৭১নিউজ,মাগুরা প্রতিনিধি: মাগুরা-যশোর সড়কের কাঁচা বাজার এলাকায় গতকাল বুধবার লিমন হোসেন (২৩) নামে এক পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি জেলার মাঝাইল গ্রামের লিয়াকত আলীর ছেলে।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর পুলিশে কর্মরত লিমন ছুটি শেষে নিজ বাড়ি থেকে মোটর সাইকেলযোগে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরা শহরের কাঁচা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি সবজি বোঝাই ট্রাক ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/জেকে