বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের ভায়না এলাকার জামান এন্ড দত্ত ফিলিং স্টেশনের সামনে রবিবার দুপুরে বোরহান উদ্দিন (২৫) নামে এক পুলিশ সদস্যর উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী ফরিদ হোসেন খান মাদকসহ একাধিক মামলার আসামী বলে পুলিশ জানিয়েছে। আহত পুলিশ সদস্যকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপর জেলা প্রশাসক আতিকুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আহত ওই পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে যান।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে ভায়না পেট্রোল পাম্পের সামনে সদর থানার পুলিশ সদস্য বোরহান উদ্দিনের সাথে ফরিদ হোসেনের সামান্য কথাকাটাকাটি হয়। এর সুত্র ধরে ফরিদসহ তার সঙ্গীরা ওই পুলিশ সদস্যকে চেয়ারের পায়া ভেঙ্গে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
মূল হামলাকারী ফরিদ হোসেন মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের ও ফরিদসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/জেএস