সোমবার, ১৭ জুন ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতা: নেপালের বিপক্ষে নড়বড়ে পুঁজি টাইগারদের ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির কোরবানির গরু ছিটকে নদীতে, আনতে গিয়ে ডুবে প্রাণ গেলো কৃষকের সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’

মাগুরায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মাগুরা: জেলায় এ বছর লক্ষ্যমাত্রার তুলায় অধিক জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে জেলার চার উপজেলায় ৫৬ হাজার ৬২৬ হেক্টর জমিতে রোপা আমান ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। চাষ হয়েছে ৫৭ হাজার ৬৫৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার তুলায় ১ হাজার ২৯ হেক্টরে বেশি।

এর মধ্যে সদর উপজেলায় চাষ হয়েছে ২২ হাজার ৩১০ হেক্টর জমিতে, শ্রীপুর উপজেলায় ১১ হাজার ২৬০ হেক্টর, শালিখা উপজেলায় ১২ হাজার ৯৩৫ হেক্টর ও মহম্মদপুর উপজেলায় ১১ হাজার ১৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। চাষকৃত জমি থেকে ১ লাখ ৫৩ হাজার ৩৬ মেট্রিক টন চাল উৎপানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর সময়মত বৃষ্টিপাত হওয়ায় এবং সারসহ অন্যান্য কৃষি উপকরণ হাতের নাগালে পাওয়ায় কৃষকরা স্বাচ্ছন্দে রোপা আমন ধান চাষ করছে। চলতি মৌসুমে বিরি ধান -৫৯, বিরি ধান -৫৭, বিরি ধান-৬২ বিরি ধান-৩৯ বিরি ধান -৩৩, বিনা ধান-৭,বিআর ধান -১১, জিএস ধান-১, গুটি স্বর্ণ ধানসহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল জাতের রোপা আমন ধান চাষ হয়েছে। ধান চাষ সফল করতে আধুনিক চাষ পদ্ধতির বিভিন্ন বিষয়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

এ বছর ধান চাষ সফল করতে জমিতে লাইন সুইং পদ্ধতিতে ধান লাগানো, গুটি ইউরিয়াসহ জৈব্য ও সুষম সারের সঠিক মাত্রায় ব্যবহার, ধানের জমিতে গাছের ডাল গেড়ে পারচিং বা দাঁড় ব্যবস্থা পদ্ধতিসহ আধুনিক চাষ পদ্ধতির ব্যবহারসহ আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকালে জেলায় আমান ধানের ভালো ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডী গ্রামের কৃষক শহিদ মোল্যা জানান, এ বছর ১একর জমিতে বিরি ধান-৩৩ ও বিরি ধান-৩৯ জাতের ধান চাষ করেছেন। কৃষি বিভাগের সহযোগিতায় এ বছর জমিতে ধান লাগাতে লাইন সুইং পদ্ধতি, গুটি ইউরিয়ার ব্যবহারসহ অধুনিক পদ্ধতিতে ধান চাষ করেছেন। একর প্রতি ৫০ থেকে ৬০ মণ ধান পাবেন বলে আশা করছেন তিনি।

সদর উপজেলার গোয়ালবাড়ি গ্রামের কৃষক জামাল হোসেন জানান, এ বছর তিনি সাড়ে তিন বিঘা জমিতে বিরি ধান-৩৯ জাতের রোপা আমন ধান চাষ করছেন। আধিুনিক পদ্ধতিতে ধান চাষে কৃষি বিভাগ তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। তিনি চাষকৃত জমি থেকে ৫০ থেকে ৭০ মণ ধান পাওয়ার আশা করছেন।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা বলেন, চলতি রোপা আমন মৌসুমে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। সময় মত বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা ভালোভাবে ধান চাষ করতে পেরেছেন। ধান চাষ সফল করতে কৃষকদের আধুনিক চাষ পদ্ধতি সর্ম্পকে পরামর্শ দেয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে।

আবহাওয়া অনুকূল থাকলে এ বছর জেলায় আমন ধানের ভালো ফলন হবে বলে আশা করছি।

বাংলা৭১নিউজ/কেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com