বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব এমপির উদ্যোগে শনিবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে এমপির নিজ বাস ভবনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী আহসান হাবিব, সহকারি পুলিশ সুপার (শালিখা সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকি ইমামসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
ইফতারের আগে দেশ ও জাতীর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী।
বাংলা৭১নিউজ/জেএস