বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরা প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি মিহির লাল কুরির স্মরণ সভা বুধবার জেলা প্রেসক্লাব মিলনায়নে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা প্রেসক্লাব এ স্মরণ সভার আয়োজন করে। সিনিয়র সাংবাদিক খান শরাফত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাবেক সভাপতি খান গোলাম মোস্তফা মাকুল, সাংবাদিক সাইদুর রহমান, তারিকুল আনোয়ার তরুণ, হোসেন সিরাজ, এমএ হাকিম, ইব্রাহিম আলী মোনাল, অলোক বোস, শফিকুল ইসলাম শফিক, সঞ্জয় রায় চৌধুরী, মোখলেছুর রহমান, শালিখা প্রেসক্লাবের সভাপতি সরদার ফারুক আহমেদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাংবাদিক রূপক আইচ, বাহারুল ইসলাম, সুব্রত সরকার, আলিমুজ্জামান উজ্জ্বলসহ অন্যান্যরা।
সভায় অধ্যাপক মিহির লাল কুরির বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তরা তার দীর্ঘ কর্মময় জীবনের উপর আলোচনা করেন। সভা শেষে মাগুরা সাংবাদিক কল্যাণ তহবিল থেকে প্রয়াতের স্ত্রী হাসি কুরির হাতে ১ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। পাশপাশি অসুস্থ্য সাংবাদিক মেহদী হাসান মিঠুর চিকিৎসার জন্য ১০ হাজার টাকার চেক তার মায়ের হাতে তুলে দেয়া হয়। উল্লেখ্য, চলতি মাসের ১ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক মিহির লাল কুরির মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/জেএস