কক্সবাজার মহেশখালীতে চিংড়ি ঘেরে মনির আহমেদ (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ডাকাত দল।
রোববার (০৩ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার ষাইটমারার পূর্বে পাট্টাচরি নামক মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মনিরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি উপজেলার শামলাপু ষাইটমারা এলাকার বাসিন্দা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিংড়ি ঘেরে ডাকাতি করতে বাঁধা দিলে ডাকাত দল ওই ব্যক্তিকে গুলি করে। নিহত মনিরের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
নিহত মনিরের স্বজন রুহুল আমিন জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দু-এক কেজি মাছের জন্য ডাকাতদল মানুষকে এতো নির্মমভাবে হত্যা করবে তা ধারণার বাইরে। প্রজেক্ট নিয়ে একাধিক পক্ষের দ্বন্দ্ব আছে। তবে মনির আহমদ কোনো পক্ষের না। তিনি ওই প্রজেক্টের ইজারাদার ব্যবসায়ী। তাকে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ