মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর ও সংস্থার মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এপিএ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি)।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহানা সারমিন, বাংলাদেশ শিশু অ্যাকাডেমির মহাপরিচালক আনজীর লিটন, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ডা.এ.এম.পারভেজ রহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলা৭১নিউজ/এসএস