বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল-যশোর জাতীয় মহাসড়ক ৬ লেন করার দাবিতে আজ মঙ্গলবার সকালে বন্দর নগরী বেনাপোল কাস্টমস হাউসের সামনে মানব বন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন এ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। দিনব্যাপী চলে এ গনস্বাক্ষর কর্মসুচি। সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রায় ১২ হাজার মানুষ গনস্বাক্ষর কর্মসুচিতে স্বাক্ষর করেন। মানববন্ধনের সাথে একাত্ব ঘোষনা করেন বেনাপোল ট্রান্সপোট মালিক সমিতি,বেনাপোল প্রেসক্লাব,সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন, জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও আমদানি রফতানিকারক সমিতি ও আমরা বেনাপোল বাসি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। নেতৃবৃন্দ বলেন, বেনাপোল বন্দর থেকে সরকার প্রতিবছর ১০ হাজার কোটি টাকার রাজস্ব আয় করে থাকে কিন্ত বেনাপোল-যশোর জাতীয় মহা সড়কের বর্তমান অবস্থা যান চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই সড়ক ৬ লেনে উন্নত করা না হলে আগামীতে বৃহওর কর্মসূচী ঘোষনা দেয়া হুমকী দেয়া হয়। বক্তরা আরো বলেন, যশোর বেনাপোল মহাসড়কের দুধারের প্রাচীন গাছ গুলো কেটে মহাসড়কটিকে ৬ লেনে উন্নিতি করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।
মানব বন্ধন ও গন স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ মফিজুর রহমান সজন, ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ¦ শামসুর রহমান, সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, শার্শা উপেজলা আওয়ামলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এনামুল হক মুকুল, সাধারন সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, কামাল উদ্দিন শিমুল, ভারত বাংলাদেশ চেম্বারের সাব কমিটির সভাপতি মতিয়ার রহমান, প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি মহাসিন মিলন, সাধারন সম্পাদক বকুল মাহবুব, স্টাফ এ্যাসোসিয়েশেনের সভাপতি মুজিবর রহমান, সম্পাদক নাসির উদ্দিন, ট্রান্সপোট মালিক সমিতির সভাপতি কামাল হোসেন সহ শার্শা ও বেনাপোলে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা। এসময় বক্তরা যশোর বেনাপোল মহাসড়কের দুধারের প্রাচীন গাছ গুলো কেটে মহাসড়কটিকে ৬ লেনে উন্নিতি করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।
বাংলা৭১নিউজ/জেএস