বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা, গ্রেফতার ৪ আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা আ.লীগ নির্বাচনে ফিরতে পারবে না: প্রেস সচিব বিদ্যুতের দাম পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি গঠন ২০১৮ সালের সংসদ নির্বাচনে ভোট চুরি : দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস শিক্ষার অবস্থা এতই খারাপ, তিন মাসে কিছু করা সম্ভব নয় মোবাইল কলরেট ও ওষুধে বর্ধিত কর প্রত্যাহার ট্রাম্পের জন্য বাইডেনের রেখে যাওয়া চিঠিতে কী লেখা ছিল? মজুত-সরবরাহ ঠিক রাখতে ১০ লাখ টন চাল ও গম আমদানি করবে সরকার বইমেলা ড্রোনে মনিটরিং, থাকবে সোয়াট-বোম্ব ডিসপোজাল টিম ঠাকুরগাঁওয়ে গণপিটুনিতে যুবক নিহত শূন্যরেখায় কৃষক ছাড়া অন্য কারও প্রবেশ নিষেধ মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে: নজরুল ইসলাম বিদিশার বিরুদ্ধে সম্পত্তি জবরদখলের অভিযোগ আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন আহত শিক্ষার্থীরা কুমিল্লায় নাশকতার মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়া ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠায় বিএনপি-খেলাফত মজলিস সংলাপ সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর: প্রবাসী কল্যাণ সচিব

মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই, উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “মহার্ঘ ভাতা যদি দেওয়া হয়, সেটা আলাদা হিসাব করা হবে। বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেয়িং কান্ট্রি।

এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম। ভুটান, নেপাল, আইভোরি কোস্ট, বুরকিনা ফাসোর চেয়েও কম। এত কম ট্যাক্স দিয়ে কীভাবে চান যে, আপনাকে সবকিছু দেব? এটা আশা করা ঠিক না।”

বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গেছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

অর্থ উপদেষ্টা বলেন, “আমরা চশমার ভ্যাট বাড়িয়েছি। ১২৫ টাকায় পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায়? ওখানে ১৫ টাকা বাড়বে। খাবেন ৬০০-৭০০ টাকা, ২০ টাকা ভ্যাট দেবেন না? ভাতের হোটেলে তো ভ্যাট জিরো করে দিয়েছি।

গ্লোরিয়া জিন্স থেকে এক কাপ কফি খাবেন, ওখানে ১৫ টাকা দিতে আপনার বাঁধে? এরকম এটিচিউড থাকলে তো ডিফিকাল্ট। দরকার হলে ২০ টাকা বেশি দিয়ে মিষ্টি খাব। আমাদের রেভিনিউ এত কম যে, পুরো পিকচারটা আপনাদের কাছে এখনো আসেনি, আসার কথাও না।”

তিনি বলেন, “আমি কিছুদিন আগে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে গেলাম। আমরা যখন আসি, ১৩৫ মিলিয়ন ডলারের এলএনজি আমদানির বিল পাওনা ছিল। আমরা সেটা পেমেন্ট করেছি। এখন আবার ১ মিলিয়ন ডলার পাওনা হয়েছে। রাশিয়ান অ্যাম্বাসেডর বলছেন যে, তোমরা গম আমদানির টাকা দিচ্ছ না।”

সালেহউদ্দিন আহমেদ বলেন, “ওই সময় (আওয়ামী লীগ সরকারের আমল) এমন ছিল, এখন খারাপ হচ্ছে বলছেন আপনারা। ওই সময় যে খুব ভালো ছিল, তা কিন্তু না। যারা সমালোচনা করেন, বেশিরভাগই আমার ছাত্র। ওরা বলে রাজস্ব জাল বাড়াতে, কোন জায়গায় আমরা বাড়াব? খালি বলে দিলেই তো হবে না। আমরা ক্ষেত্রগুলো খুঁজছি। যে জায়গায় রেশনাল হয়, আমরা চেষ্টা করব।”

অর্থ উপদেষ্টা বলেন, “ব্যয়ের দিকে আমরা সাশ্রয়ী হব। অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে। পাঁচ বছরের প্রকল্প ১০ বছরে নিয়ে যাচ্ছে। বড় বড় প্রকল্প আছে, যেখানে খরচ হওয়ার কথা ছিল ২৫ হাজার কোটি টাকা, খরচ হয়েছে ৫২ হাজার কোটি টাকা। টাকা কোত্থেকে আসবে, এগুলো তো আমাদের শোধ দিতে হবে।”

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com