সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে

মহারশীর বালু উত্তোলনে ধ্বংস হচ্ছে পাহাড়, হুমকিতে ব্রীজ ও বাড়িঘর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৪৪৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শাহরিয়ার শাকির, শেরপুর প্রতিনিধি: ভারত থেকে নেমে আসা শেরপুরের ঝিনাইগাতীর পাহাড়ী নদী মহারশী নদী। এ নদীতেই কোন রকম নিয়ম-নীতি না মেনে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। শতাধিক ড্রেজার বসিয়ে যত্রতত্র উত্তোলন করা হচ্ছে বালু। যে কারণে নদীর দুই পারের উচু পাহাড় ধ্বসে পড়ছে। ধ্বংস হচ্ছে সামাজিক বনায়নের গাছপালা।

একযুগেও হাইকোর্টের একটি নিষ্পত্তির উদ্যোগ না নেয়ায় এ ধ্বংশলীলা চলছে বলে স্থানীয়দের অভিযোগ। পাহাড়ী পার এখনই ভাঙ্গতে শুরু করায় পাহাড়ী ঢল আসলে ব্যাপকভাবে শুরু হবে ভাঙ্গন। এতে হুমকির মুখে পড়েছে পাহাড়ী বাড়িঘর, এ আশঙ্কা স্থানীয়দের।

অপরদিকে সীমান্ত সড়কের সন্ধাকুড়া ব্রীজের কাছ থেকে বালু উত্তোলন করায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটিও হুমকির মুখে পড়েছে। ব্রীজটির পিলারের কাছ থেকে ৮-১০ ফুট পর্যন্ত বালু সড়ে গেছে। ফলে পাহাড়ী ঢল আসলেই ব্রীজটির পিলারের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখানকার ছামিউল ইসলাম ফকির নামের এক বালু ব্যবসায়ী ২০০৬ সালে বালু উত্তোলনের জন্য নির্দিষ্ট এলাকায় বালু মহালের ডাক নেয়। কিন্তু নিয়মনীতি তোয়াক্কা না করে যত্র-তত্র বালু উত্তোলন শুরু করলে জেলা প্রশাসন বালু মহালের ইজারা বাতিল করে।

তিনি এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। আর এ রিটের আলোকেই সে যত্রতত্র বালু উত্তোলন করে আসছে। সীমান্তের জিরো পয়েন্ট থেকে শুরু করে বিধি নিষেধ থাকা এলাকাতেও সে বালু উত্তোলন করে আসছে। এতে ক্ষতি হচ্ছে গারো পাহাড় ও জীব বৈচিত্র। আর স্থানীয় প্রভাবশালী মহলসহ বনবিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে তার এ অপকর্ম। ফলে প্রশাসনের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোন সুরাহা পাচ্ছে না স্থানীয়রা। প্রভাবশালীদের ভয়ে তারা কিছু বলতেও পারছেননা।

যে কারণে বনের এত ক্ষতি হওয়ার পরেও বনবিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছেনা। তার নির্ধারিত স্থানের বাইরে বনবিভাগের জায়াগা কেটে বালু উত্তোলন করলেও তা বন্ধ করা হয়নি।

দীর্ঘ একযুগেও বালু খেকো হিসেবে পরিচিত ছামিউল ফকিরের দায়ের করা রিটের নিস্পত্তির উদ্যোগও নেয়া হয়নি বনবিভাগ, জেলা প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে।

স্থানীয়দের অভিযোগ, বনবিভাগের স্থানীয় কর্মকর্তারা অবৈধ সুযোগ সুবিধা নেয়ার জন্যই কোন ব্যাবস্থা নেয়া হচ্ছেনা। আবার নোম্যান্স ল্যান্ডের জায়গায় বালু উত্তোলন করা হলেও বিজিবির পক্ষ থেকে বন্ধ করার উদ্যোগ নেয়া হচ্ছেনা। এঘটনার মূল হোতা ছামিউল ফকিরের বক্তব্য চাইতে গেলে সাংবাদিকদের সামেন কথা বলতে রাজি না হয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এ ব্যাপারে বনবিভাগের কর্মকর্তাদের কাছে বক্তব্য জানতে চাইলে তারা বনমন্ত্রনালয়ের সচিবের নিষেধ আছে, তার অনুমতি ছাড়া কোন বক্তব্য দেয়া যাবেনা। তবে তারা বলেন, আমরা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড: মল্লিক আনোয়ার হোসেন বলেন, এটা শুধু জেলা প্রশাসেনর দায়িত্ব না। এটা বনবিভাগ ও বিজিবিরও দায়িত্ব রয়েছে। তিনি জানান, বনবিভাগকে দোষীদের বিরুদ্ধে মামলা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আর আমরা এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেব।

সরকারী কৌশলির কাছে রিট নিষ্পত্তির জন্য আমরা লিখেছি। আর এ বিষয়ে বনবিভাগের মূখ্য দায়িত্ব পালন করা উচিৎ। তবে বন বিভাগের দায়িত্বহীন ভূমিকার জন্য হতাশ স্থানীয়রা। সচেতন মহলের দাবী বালু উত্তোলনের নামে গারো পাহাড়, ব্রীজ ও জনসাধারনের বাড়িঘরকে হুমকির মধ্য ফেলা ঠিক হচ্ছেনা। তাই এখনই সম্পদ রক্ষা করতে বালু উত্তোলন বন্ধ করা প্রয়োজন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com