টিকাদান কর্মসূচি অব্যাহত থাকলে করোনা মহামারিতেও চলতি বছর অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর।
এমনই পূর্বাভাস দিয়েছে এশিয় উন্নয়ন ব্যাকং এডিবি। বুধবার (২৮ এপ্রিল) সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আউটলুক প্রকাশিত হয়।
ব্রিফিংয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, তবে এ প্রবৃদ্ধিনির্ভর করবে করোনার দ্বিতীয় ঢেওয়ের ওপর।
এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৫টি দেশ ২০২১ সালে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। প্রবৃদ্ধির পূর্বাভাস আরো বাড়িয়েছে এডিবি।
এদিকে দক্ষিণ এশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধি হবে সাড়ে ৯ শতাংশ। করোনায় ভারত বিপর্যস্ত হলেও ২০২১ সালে দেশটির ১১ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক।
মূলত যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এশিয়া থেকে আমদানি বাড়বে এ অঞ্চলের অর্থনীতি তাই ইতিবাচক অবস্থায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি কর্তৃপক্ষ।
বাংলা৭১নিউজ/এসএম