মহাকাশ থেকে তোলা সেই ছবি।
মিশরের পিরামিড কিংবা স্পেনের গ্রিন হাউস। এদের মতোই বল্লভভাই পটেলের মূর্তিটিও এখন মহাকাশ থেকে দৃশ্যমান হচ্ছে। ১৫ নভেম্বর একটি বাণিজ্যিক স্যাটেলাইট নেটওয়ার্ক মহাকাশ থেকে মূর্তিটির ছবি তোলে। তাদের টুইটারে দেওয়ার পরে ছড়িয়ে পড়েছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র ছবিটি।
গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মূর্তির উদ্বোধন করেন। প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে মূর্তিটি তৈরি হয়। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবেও ইতিমধ্যে সেটি উল্লেখযোগ্য হয়ে উঠেছে।
বাংলা৭১নিউজ/সূত্র:এবেলা.ইন/এসএম