রবিবার, ১২ মে ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অন্তর্বাসে থাকতো ডিভাইস, ১০ মিনিটে শেষ হতো চাকরির নিয়োগ পরীক্ষা ‘ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি’ শাহ্জালাল ইসলামী ব্যাংক পরিচালিত হজ্জ বুথ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান বিকাশ সেন্ডমানিতে অভিনন্দন কার্ড বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে : হাছান মাহমুদ চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কেটে নেওয়া হচ্ছে কিডনি: পুলিশ অনিচ্ছা সত্ত্বেও একীভূত হতে সোনালীর সঙ্গে বিডিবিএলের সমঝোতা সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে ভূমিকা রাখবে বিআইপিএস অ্যাম্বুলেন্সে মিললো ৬০ হাজার ইয়াবা, কারবারি গ্রেফতার আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ৩১৫ এমন উন্নত বাংলাদেশ চাই যে দেশকে নিয়ে সারাবিশ্ব গর্ববোধ করবে পাঁচ তারকা মা রোববার ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানালেন বাইডেন আইএলওর সঙ্গে সন্তোষজনক আলোচনা হচ্ছে : আইনমন্ত্রী সর্বজনীন পেনশন ‘বৈষম্যমূলক’ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন চাকরিতে ৩৫ প্রত্যাশী ৫০০ আন্দোলনকারীর বিরুদ্ধে পুলিশের মামলা কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা: ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন দলগতভাবে নির্বাচন হলে ভোটার উপস্থিতি সহজ হতো: নানক নির্বাচনের পর সংকট আরও বেড়েছে: ফখরুল

মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৬ জুলাই, ২০১৮
  • ৪৭৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মোঃ মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার নিমকুড়ি গ্রামের একটি মসজিদে স্থানীয় সাংসদের বরাদ্দ দেয়া একলাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা ভুয়া প্রকল্প কমিটি দিয়ে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের কয়েকজন ব্যাক্তি মসজিদের নাম ব্যবহার করে এই টাকা আত্মসাৎ করেছে বলে মসজিদ কমিটির অভিযোগে জানা গেছে। বিষয়টি নিয়ে ওই গ্রামের মুসল্লীদেন মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদ কমিটির মোতওয়াল্লী আব্দুর রহমান রোববার এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গ্রামবাসির অভিযোগে জানা যায়, সম্প্রতি বগুড়া-৩ (আদমদীঘি -দুপচাঁচিয়া) এলাকার সাংসদ অ্যাড. নূরুল ইসলাম তালুকদার নিমকুড়ি গ্রামের জামে মসজিদের উন্নয়নকল্পে টিআর প্রকল্প থেকে  এক লাখ টাকা বরাদ্দ দেন। ওই গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দীক, বেলাল হোসেন, তাহাজ্জত আলী, ফজলুর রহমান, আল আমিনসহ কয়েকজন মসজিদের কমিটিকে বিষয়টি অবহিত না করে মসজিদের নাম ব্যবহার করে গোপনে একটি প্রকল্প কমিটি করে আদমদীঘি উপজেলা প্রকল্প অফিসে জমা দেন । তারা প্রকল্পের প্রথম কিস্তির ৫০ হাজার টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন। পরে বিষয়টি গ্রামে জানাজানি হলে মুসল্লীদের মাঝে উত্তেজনা দেখা দেয়।

মসজিদ কমিটি বর্তমান সভাপতি আব্দুর রহমান জানান, মসজিদের নাম ব্যবহার করে টাকা উত্তোলন করা হলে বিষয়টি মসজিদ কমিটির বা গ্রামের কাউকে জানানো হয়নি। তিনি বলেন, মসজিদের নামে যে টাকা উত্তোলন করা হয়েছে সেখানে আবু বক্কর সিদ্দীক কে সভাপতি ও বেলাল হোসেনকে সাধারন সম্পাদক করা হয়েছে, অথচ তারা মসজিদ কমিটির কোন সদস্য নন।

আব্দুর রহমান বলেন, মসজিদের নামে গোপনে টাকা উত্তোলনের ঘটনা জানার পর বিষয়টি উপজেলা প্রকল্প কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি এই প্রতারক চক্রের বিচার দাবি করেন। মসজিদ কমিটির অন্যান্য  সদস্য ইকবাল হোসেন, তোফাজ্জল হোসেন, চাঁন মিয়া ও মিজানুর রহমান জানান, তারা ওই প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না বা তাদেরকে জানানো হয়নি।

এদিকে বৃহস্পতিবার ভুয়া প্রকল্প কমিটির সাধারন সম্পাদক বেলাল হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমরা কয়েক জন মিলে বগুড়ার এক ছাত্রলীগের নেতার মাধ্যমে সাংসদের নিকট থেকে এক লাখ টাকা বরাদ্দ নিয়েছি। এর মধ্যে ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। তিনি বলেন,টাকা উত্তোলনের বিষয়টি গ্রামবাসি বা মসজিদ কমিটিকে জানানোর সময় পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলীর সাথে কথা বলা হলে তিনি জানান, ঘটনা তিনি শুনেছেন এটি অত্যন্ত দুঃখজনক, ধর্ম প্রতিষ্ঠানের উন্নয়নের নামে এভাবে অন্যায় কাজ করা যায় না।

কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান এস.এম বেলাল হোসেনের সাথে কথা বলা হলে তিনি জানান, এ ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক সঠিক ব্যবস্থা হওয়া দরকার।

আদমদীঘি উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও)  আশরাফুল আরেফিন এর সাথে কথা বলা হলে তিনি জানান, বরাদ্দটি স্থানীয় সাংসদের । তিনি যে প্রকল্প অনুমোদন দিয়েছেন আমাদের কাছে সেটিই আইনগত ভাবে বৈধ । তবে মসজিদের নাম ব্যবহার করে কেউ টাকা তুলে আত্মসাতের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিষযটি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com