ইসলামের তৃতীয় সম্মানিত স্থান পবিত্র আল আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ জুলাই) জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে দেড় লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করেন।
ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই আল আকসা চত্বরে আসা শুরু করেন ফিলিস্তিনের মুসল্লিরা। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী মুসল্লি ছিলেন ঈদের জমাতে।
বিজ্ঞাপন
উচ্চকণ্ঠে সবাই পড়ছিল- আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
এসময় আল আকসা প্রান্তরে ঈদ উৎসবে মেতে উঠে শিশু-কিশোররা। শিশুদের হৈ-হুল্লোড় ধ্বনিতে মুখরিত হয় চারিদিক। উপস্থিত মুসল্লি ও শিশদের মধ্যে উপহার সামগ্রী ও মিষ্টিদ্রব্য বিতরণ করা হয়।
জেরুজালেম নগরী ও আল আকসা মসজিদে প্রবেশে ফিলিস্তিনের অন্য এলাকার মানুষের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখে ইসরায়েল। তদুপরি স্থানীয় মুসল্লিদের আগমনে ভরপুর হয়ে ওঠে আল কুদস নগরের অলিগলি ও মসজিদে আকসার চত্বর।
এর আগে গতকাল ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শায়খ মুহাম্মদ হুসাইন জানিয়েছেন, স্থানীয় সময় আজ সকাল পৌনে ৬টায় আল আকসা মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।
সূত্র : আনাদোলু এজেন্সি
বাংলা৭১নিউজ/এসএইচ