রংপুরে গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প মেলায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতে মেলার মাইকে রংপুরের মানুষদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উত্তেজিত দর্শনার্থীরা এ ভাঙচুর করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রংপুর সেনানিবাস সংলগ্ন নিশবেতগঞ্জের ঘাঘট নদীর তীরে মাসব্যাপী এ মেলা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেলায় হাউজি খেলার সময় রংপুরের মানুষদের ‘মফিজ’ সম্বোধন করার জেরে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা প্যান্ডেলে ব্যাপক ভাঙচুর শুরু করেন। এসময় মেলায় লুটপাটের ঘটনাও ঘটে। পরে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেলা পরিচালনা কমিটির সদস্য এনাম তারিখ বলেন, হাউজি খেলা চলাকালীন ভুল কল দেওয়ার ঘটনায় উত্তেজনার শুরু হয়। এসময় বহিরাগত একজন মাইক হাতে নিয়ে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে কথা বলার সময় রংপুরের মানুষদের নিয়ে আপত্তিকর একটি কথা বলেন। এতে লোকজন উত্তেজিত হয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন এই পরিচালক।
নিশবেতগঞ্জের ঘাঘট নদীর তীরে বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের আয়োজনে মাসব্যাপী শুরু হয় এ চলছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে চলমান এ মেলা আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ