সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এর দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি তদন্ত করবে দূর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়াও তার এপিএস ছোটভাই মোঃ সাহাবুদ্দিন, সাহাবুদ্দিনের মেয়ে শামীমা সুলতানা হৃদয়, বোনের ছেলে ইয়াছিন আরাফাত পৃথিবী-গণের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও দুদক তদন্ত করবে।
নিজ নামে ঢাকার উত্তরায় ১০ নং সেক্টরে রাজউকের ৫ কাঠা জমি, সাহেববাড়ি রোড, মহেশ্বর পাশা, দৌলতপুর, খুলনা ০৩ তলা বাড়ি, ০২ টি গাড়ি, কেডিএ, মৌথুরী হাউজিং ১৬.০৭ কাঠা জমি।
এছাড়াও বিভিন্ন নিয়োগ, পোষ্টিং ও পদোন্নতির মাধ্যমে তার এপিএস ছোটভাই মো: সাহাবুদ্দিন, সাহাবুদ্দিনের মেয়ে শামীমা সুলতানা হৃদয়, বোনের ছেলে ইয়াছির আরাফাত পৃথিবীগণ কোটি কোটি টাকা আত্মসাত করেছেন।
প্রাথমিকভাবে সঠিকতা পরিলক্ষিত হওয়ায় কমিশন কর্তৃক অভিযোগটি প্রকাশ্য অনুসন্ধানের জন্য অনুমোদিত হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএম