বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবার নিঃস্ব। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে (৬মার্চ) মঙ্গলবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শ্রী রামপুর গ্রামের মোঃ ইদ্রিস আলী মৌলিকের বাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কেট হয়ে আগুনের সুত্র পাত হয়।
একই সময়ে মো.নজরুল ইসলাম মৌলিক, মোঃ মিলন মৌলিকের বাড়ীতে অগ্নিকান্ডে ৩টি গরু ও ২টি ছাগল সহ প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারে দাবী ।
খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের একটি অগ্নিনিরাপক দল আগুন নিয়ন্ত্রনে আনে। অপর দিকে বুধবার উপজেলার মধুখালী পৌরসভার মেছড়দিয়া গ্রামের রাশেদ মৃধার বাড়ীতে সকালে রান্না করার সময় চুলা থেকে ঘরে আগুন লেগে প্রায় ৩০/৪০ হাজার টাকার কয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি।
সাইকেল ভ্রমনে ভারত থেকে মধুখালীতে
বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে ভ্রমনে বাংলাদেশ-ভারত মৈত্রি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষার টানে ভোলা নাথ দে ভারত থেকে গত (২০ ফেব্রুয়ারী) বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমনে সাতক্ষিরা হয়ে ৯টি জেলা ভ্রমন শেষে ফরিদপুরের মধুখালী থানা হয়ে রাজবাড়ির জেলার বালিয়াকান্দী-পাংশা হয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে আজ শুকবার বেলা সাড়ে এগারটায় রওয়ানা করেন।
ভারতের সৈদপুর থানার রানী রাশমনি নগরের পানিহাটি খরদা গ্রামের মৃত. খগেন চন্দ্র দের ছেলে ভোলা নাথ দে জানান, তার পুর্ব পুরুষ বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার আমতলী থানার টুংগী বাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।
তার পরিবার ১৯৪৬ সালে ভারতে পারি জমান। ভোলা নাথ দে ১৯৫২ সালে সেখানেই জন্ম গ্রহণ করেন। তিনি এই ৭০ বছর বয়সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রচারে এ পযর্ন্ত ২য় বারের মত ভারতের বিভিন্ন জেলায় ৪৩ হাজার কিলোমিটার বাইসাকেল ভ্রমনে মাতৃভাষা প্রচার করতে পেরেছেন।
এ বছর তিনি বাংলাদেশের ৬৪ জেলায় মাতৃভাষার টানে ভারত-বাংলাদেশ বাইসাইকেল ভ্রমনে বেরিয়েছেন। তিনি গতরাতে মধুখালী উপজেলা আওয়ামীলীগের সদস্য কোরকদী ইউনিয়নের মানিক চট্রোপধ্যায়ের বাড়িতে রাত্রী যাপন শুক্রবার শেষে বেলা সাড়ে ১১টায় মধুখালী থানা থেকে রাজবাড়ির জেলার উদ্দেশ্যে রওয়ানা করেছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বাংলা৭১নিউজ/জেএস