সম্প্রতি মঙ্গল গ্রহে বিস্ময়কর ‘সবুজ দাগ’ খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন! এটি তাহলে কোথা থেকে এলো?
জানা যায়, বিভিন্ন অনুজীবের কার্যকলাপের ফলে এমন দাগ বা চিহ্ন দেখা যায় পৃথিবীতে। তবে নাসা সতর্ক করেছে, মঙ্গল গ্রহেও ঠিক একই কারণে এমনটি ঘটেছে তা ভাবার কারণ নেই। এটি মঙ্গলে থাকা পাথরের বিস্ময়কর ও অপ্রত্যাশিত বৈশিষ্ট্য হতে পারে, যা গ্রহটির জন্য গুরুত্বপূর্ণ আবিষ্কার বলেও মনে করছেন বিজ্ঞানীরা।
এই দাগটির সন্ধান মিলেছে মঙ্গলে থাকা নাসা’র পার্সিভ্যারেন্স রোভারের কাছে। ৫ সেন্টিমিটারের এই সবুজ দাগকে পাথরের রঙের ‘স্ট্রাইকিং অ্যারে’ বা আকর্ষণীয় বিন্যাস হিসেবে বর্ণনা করেছে নাসা, যা পাথরের মধ্যে তৈরি করেছে সাদা, কালো ও সবুজ রঙের ছোপ ছোপ দাগ।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, এই আবিষ্কারে সবচেয়ে বড় চমক ছিল প্যাচের মধ্যে পাওয়া গাঢ় সবুজ রঙের দাগ, যার আশপাশে অস্পষ্ট ও হালকা-সবুজ’সহ গাঢ় টোনড অংশ রয়েছে।
পৃথিবীতেও এমন লাল পাথর আছে, যা পাথরের মধ্যে থাকা অক্সিডাইজড আয়ন থেকে এরূপ লাল রং তৈরি করে। আর এই লাল রং মানুষের রক্তের মতো বা মরিচার মতো লাল।
নাসা বলেছে, পার্সিভ্যারেন্স রোভারের কাছে অন্যান্য যন্ত্র দিয়ে এই দাগ সম্পর্কে আরও ভালভাবে গবেষণার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। তাই এখনও ‘রহস্য’ হিসেবেই রয়ে গেছে এই সবুজ দাগ।
তবে মঙ্গল গ্রহের পাথরের এসব অপ্রত্যাশিত বৈশিষ্ট্যের সন্ধান চালিয়ে যাবে বলে জানায় নাসা। নাসার অনুমান, এলিয়েন বা ভিনগ্রহের প্রাণের ইঙ্গিত খুঁজে পেতে এই অনুসন্ধান সহায়ক ভূমিকা রাখবে।
বাংলা৭১নিউজ/এসএইচ