রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

মংলায় বিদেশী জাহাজের সিলিং ছিড়ে এক শ্রমিকের মৃত্যু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ১৩৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মংলা প্রতিনিধি: মংলা বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় এলাকায় অবস্থানরত একটি বিদেশি জাহাজে সিলিং (বস্তা বাধার রশি) ছিড়ে সারের বস্তা চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা রাতে  এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ওই জাহাজের পণ্য খালাস কাজ বন্ধ রয়েছে। জাহাজে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় শহরজুড়ে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। রাতেই বিক্ষুব্ধ শ্রমিকরা মংলা শহরের ট্রেডার্স মসজিদ রোডস্থ স্টিভিডরস (শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান) মেসার্স খালিদ ব্রাদার্সের  অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে।

পরে শ্রমিক নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহারের মধ্যস্ততায় নিহতের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপুরন দেওয়ার ঘোষনা দিয়েছেন  মেসার্স খালিদ ব্রাদার্স  ।

মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক সেন্টু জানান, বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৭ নম্বর এলাকায় অবস্থানরত এমভি আতাকামা জাহাজে সার খালাস কাজে নিয়োজিত ছিলেন খালিদ ব্রাদার্সের খামালী শ্রমিক মো. হেলাল (৩২)।

সোমবার সন্ধ্যা রাতে  জাহাজের হ্যাচের মধ্যে (জাহাজ অভ্যন্তরে) কাজ করার সময় সিলিং ছিড়ে পড়লে সিলিংয়ে থাকা সারের বস্তার নিচে চাপা পড়েন হেলাল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর রাতেই জাহাজ থেকে হেলালের মরদেহ নামিয়ে শহরের শ্রম কল্যাণ সড়কের বালুরমাঠ এলাকার বাড়িতে নেওয়া হয়।

স্টিভিডরস মেসার্স খালিদ ব্রাদার্সের মংলা অফিসের ম্যানেজার মো. কামরুজ্জামান শহীদ জানান, সিলিং ছিড়ে পড়ে খামালী শ্রমিক হেলালের মৃত্যু হওয়ায় তাঁর দাফন-কাফনের জন্য মঙ্গলবার সকালে নিহতের পরিবারের কাছে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

এছাড়াও নিহতের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপুরন ও তার পুত্রকে একই প্রতিষ্টানে চাকরী দেওয়ারঘোষনা দিয়েছেন  মেসার্স খালিদ ব্রাদার্স এর মালিক  ।

অপরদিকে  শ্রমিকেরা অভিযোগ করে বলেন, জাহাজের প্রতি সিলিংয়ে ২০টি করে বস্তা বাধার নিয়ম থাকলেও ওই কোম্পানির (খালিদ ব্রাদার্স) সুপারভাইজার মো. কাশেম খামালী শ্রমিকদের দিয়ে ৩৬ থেকে ৪০টি করে বস্তা বেঁধে দেওয়ার জন্য বাধ্য করেন। অতিরিক্ত বস্তা বোঝাইয়ের কারণেই সিলিং ছিড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন শ্রমিকরা।

তাঁরা আরো বলেন, যে সিলিং ছিড়ে পড়েছে তাতে ২০টির জায়গায় ৩৬টি সারের বস্তা ছিল। জাহাজে পণ্য বোঝাই-খালাস কাজে ওই স্টিভিডরস কোম্পানি দুর্বল সরঞ্জামাদি ব্যবহার ও শ্রমিকদের ঝুকিপূর্ণ কাজে বাধ্য করায় এ দুর্ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন শ্রমিকরা। ১ মে সকাল ১১টার দিকে মংলার শ্রমিক কবরস্থানে দাফন করা হয়েছে নিহত হেলালকে ।

বন্দরের খামালী শ্রমিক হেলালের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মংলা বন্দও শ্রমিক সংঘের সাধারন সম্পাদক  একেএম সাহাবুদ্দিন,জাতীয় শ্রমিক লীগের মংলা আঞ্চলিক শাথার সভাপতি নুর উদ্দিন আল মাসুদ,সাধারন সম্পাদক মিলন শিকারী মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক সেন্টুসহ শ্রমিক নেতারা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com