বাংলা৭১নিউজ,(মংলা)প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষদ দোকান ব্যাতিত মংলায় সকল প্রকারের দোকান ও মার্কেট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকাল থেকে আগামী ১০ দিন সকল দোকান পাট বন্ধ থাকবে বলে জানান ব্যবসায়ী নেতারা। এর আগে বুধবার রাতে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। ওই বৈঠকে একযোগে উপজেলার সকল দোকানপাট বন্ধের সিদান্ত হয়।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান জানান,মংলায় বিদেশ ফেরত ২৩৮ জনের মধ্য ৯৪ জন হোম কোয়ানন্টানে রয়েছে। বাকিরা নিদিষ্ট সময় শেষে স্বাভাবিক জীবন যাপন করছেন। এখন পর্যন্ত মংলায় করোনার কোন রোগী পাওয়া যায়নি। তিনি দাবি করেন প্রসামনের পক্ষ থেকে দোকানপাট বন্ধ করা হয়নি তবে ব্যবসায়িরা নিজ উদ্যোগে দোকানপাট বন্ধ রেখেছেন ।
এদিকে মংলা বন্দরে বানিজ্যিক জাহাজের পন্য খালাস স্বাভাবিক রয়েছে।
বাংলা৭১নিউজ/এসবি