মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব

ভ্রমণ কর প্রত্যাহারের দাবি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮
  • ১৪৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মহসিন মিলন, বেনাপোল প্রতিনিধি: স্থলপথে ভারতে যাতায়াতকারী দেশী বিদেশী পাসপোর্ট যাত্রীরা আগামী বাজেটে ভ্রমন কর প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। ভ্রমন কর পরিশোধের ক্ষেত্রে হয়রানি ও প্রতারনার শিকার হচ্ছে যাত্রীরা।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ভ্রমনকর ফাকির জন্য সক্রিয় রয়েছে একটি প্রতারক চক্র।  অনিয়ম, হয়রানি ও ভ্রমনকর ফাকির জালিয়াতির ঘটনা ঘটছে এখানে প্রতিনয়িত। কাস্টমস ও পুলিশের হাতে জাল ভ্রমনকরসহ ভ্রমন কর ফাকি দেয়ার সময় বেশ ক’জন দালালকে হাতে নাতে আটক করেছে। তারপরও বেনাপোল চেকপোস্টে ভ্রমন কর ফাকি দেয়া হচেছ প্রতিনিয়িত, অভিযোগ করেছেন খোদ কাস্টমস কর্মকর্তারা। চক্রটি এতই শক্তিশালী যে তাদের প্রতিরোধ করতে গিয়ে কাস্টমস কর্মকর্তারাও হামলার শিকার হয়েছেন শেষ পর্যন্ত থানায় মামলাও হয়েছে।

ভ্রমনকর থেকে প্রাপ্ত রাজস্বের পরিমানও উল্লেখযোগ্য নয়। বেশীর ভাগ রোগী, গরীব ও অসহায় মানুষের যাতায়াত রয়েছে ভারতে।  ইতিপূর্বে  স্থলপথে ভ্রমনকর প্রত্যাহারের জন্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডকে পত্র দিয়েছেন।

বাংলাদেশে ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধু প্রতিম সম্পর্ক্য  দীর্ঘদিনের। দেশ ভাগের পর বাংলাদেশ ও ভারতে বসবাসকারী মানুষের স্থানান্তর ঘটেছে। ফলে দুই বাংলার মানুষের আত্মীয়তার সম্পক্য দীর্ঘদিনের। বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন গড়ে ৬/৭ হাজার পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত করে। পূজা পার্বন ছাড়াও চিকিৎসা ও লেখাপড়ার কাজে  বাংলাদেশে থেকে একটি বড় অংশ যাতায়াত করে থাকে ভারতে। অর্থিকভাবে সচল যাত্রীরা বেশীরভাগ বিমান যোগে, নিন্মআয়ের ও মধ্য বিত্বশ্রেনীর মানুষ যাতায়ত করে ¯হল পথে।

ভ্রমনকর আইন ২০১৩, বিদেশ ভ্রমনকর হার নির্ধারন বিধিমালা ২০১৪ আনুযায়ী বিদেশ ভ্রমনের ক্ষেত্রে  পাসপোর্ট যাত্রী প্রতি ৫০০ টাকা হারে ভ্রমন কর পরিশোধ করতে হয়। ¯হলপথে যাতায়াতকারী যাত্রীরা বেশীর ভাগ নিন্ম মধ্যবিত্ব আয়ের মানুষ। ভ্রমন করের কারনে অনেকেই চোর্ইাপথে যাতায়াত করতে স্বাচ্ছন্দ বোধ করে থাকেন।

ভারতীয় যাত্রীদের কাছ থেকে ভ্রমন কর আদায় করা হলেও ভারতে বাংলাদেশী যাত্রীদের কাছ থেকে ভ্রমন কর নেয়া হয় না। এ নিয়ে প্রায়শ:ই ভারতীয় যাত্রীদের সাথে বাক বিতন্ডা হতে দেখা যায়।

ভারতের পশ্চিম বংগের উওর ২৪ পরগনা জেলার পাসপোর্ট যাত্রী ও অরুন সরকার পসিপোর্ট নাম্বার -কে-৫২০৫১৫০, স্বপন বিশ্বাস পাসপোর্ট নাম্বার -৪০৩৪৫৪০ জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক্য, আমাদের দেশ বাংলাদেশীদের কাছ থেকে ভ্রমন কর নেয় না । সে ক্ষেত্রে আমাদের কাছ থেকে কেন বাংলাদেশ সরকার ভ্রমন কর নেবেন সেটা আমাদের বোধ গম্য নয়। আমরা অবিলম্বে ভ্রমন কর তুলে দেয়ার  জোর দাবি জনাচ্ছি।

বাংলাদেশী যাত্রী ঢাকার মনজুরুল হাসান পাসপোর্ট নাম্বার-বিএম-০০৬৭৬৫৭, আফজাল হোসেন  পাসপোর্ট নাম্বার -এজি -৮৩৫০৩৬৯ জানান, আমরা চিকিৎসা করাতে ভারতে যাচ্ছি প্রতিনিয়ত, ভ্রমন কর আমাদের জন্য একটা বোঝা। ভ্রমন কর কাটতে গিয়ে হয়রানির শিকার হতে হয় আমাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়াতে হয়। আবার ব্যাংক বুথে অতিরিক্ত ১০/২০ টাকা হারে চাদা দিতে হয়। আমরা আগামী বাজেটে সরকারের কাছে ভ্রমন কর প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

বেনাপোল কাস্টমস এর যুগ্ন কমিশনার এহসানুল হক জানান, ভ্রমনকর প্রত্যাহারের জন্য আমার জাতীয় রাজস্ব বোর্ডে পত্র দিয়েছি। বেনাপোল আন্তর্জাতিক  চেকপোস্টে ভ্রমনকর ফাকির জন্য সক্রিয় রয়েছে একটি প্রতারক চক্র। অনিয়ম, হয়রানি ও ভ্রমনকর ফাকির জালিয়াতির ঘটনা নিয়ে কাস্টমস কর্মকর্তাদের সাথে প্রতারক চক্রের হামলা মামলার ঘটনা ঘটেছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com