ভোলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সূর্য পূজা। এ বছর মাঘ মাসের মকড়ি সপ্তমী তিথিতে পূজা হচ্ছে।
আজ মঙ্গলবার সূর্যদয়ের সময় এ পূজা শুরু হয়েছে। পূজা চলবে সন্ধ্যা পর্যন্ত।
ধর্মীয় রীতি অনুযায়ী সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ ভক্তরা উপবাস করে ধুপতি হাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন বা দলবদ্ধ হয়ে ঘুরে বেড়াবেন এবং সূর্যদেবের কাছে প্রার্থনা করবেন।
করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শহরের চরনোয়বাদের ভক্তবাড়ি ও বাপ্তাসূর্য বাড়িসহ বিভিন্ন এলাকায় সূর্যদেবের পূজা হচ্ছে।
আয়োজকরা জানান, বিগত দেড়শ বছর ধরে চলে আসছে এ পূজা। সেখানে পূজায় অংশ নিয়েছেন শতাধিক পূর্ণার্থী।
বাংলা৭১নিউজ/এবি