বাংলা৭১নিউজ(চট্টগ্রাম)প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের গুলিতে হতাহতের ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।
এ সময় হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বক্তব্য দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আইডি হ্যাক করার ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করা ও ভোলার ঘটনায় নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণসহ আহতদের চিকিৎসা ব্যয়ভার সরকারকে বহন করার দাবি জানানো হয়।
একই সঙ্গে হামলায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনারও দাবি জানায় হেফাজতে ইসলাম।
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন, ভোলায় মুসলিমদের ওপর নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে আগামীকাল বাদ জোহর সারা দেশে জেলাওয়ারী বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হবে।
বাংলা৭১নিউজ/আরএ