বাংলা৭১নিউজ, ঢাকা: কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকা। রোববার দুপুর থেকে রাতভর আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আজ সোমবার ভোর সাতটার দিকে দোয়েল চত্বর ও কার্জন হল এলাকায় আবারও আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। অন্যদিকে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনকেও দেখা গেছে। ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবীতে গত ১৪ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা আদায়ে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- কোটা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে কমিয়ে আনা, কোটা প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া, চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেয়া এবং চাকরি ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্ক ও বয়সসীমা নির্ধারণ করা।
বাংলা৭১নিউজ/জেএস