বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেপ্তার নির্বাচনে প্রার্থিতার বয়স ২১ করার সুপারিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারী মারা গেছেন বিদায়ী ভাষণে ধনকুবেরদের নিয়ে মার্কিনিদের সতর্ক করলেন বাইডেন দূষণে আজও শীর্ষে ঢাকা যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৩০ বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে কুপিয়ে জখম আজ কারামুক্ত হচ্ছেন বাবর ‘ভণ্ড-প্রতারক থেকে সাবধান’, আরো যা বললেন সারজিস দুইজনকে আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা

ভোটের আগেই ‘জয়ী’ চার প্রার্থী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৬৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীদের ব্যস্ততা এবং সম্ভাব্য ফল নিয়ে উৎকণ্ঠা বাড়লেও কাউন্সিলর পদে কয়েকজন আছেন চিন্তামুক্ত। কারণ তাঁদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফলে ভোটের অন্তত ২০ দিন আগে থেকেই তাঁরা ‘জনপ্রতিনিধি’ হয়ে বসে আছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) এমন চার প্রার্থী হলেন—২৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর ওয়ার্ডে আরিফ হোসেন এবং সংরক্ষিত ৬ নম্বর আসনে নারগীস মাহতাব, সংরক্ষিত ৮ নম্বর আসনে নিলুফার রহমান।

জানা যায়, ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন আওয়ামী লীগ সমর্থিত আনোয়ার ইকবাল সান্টু এবং বিএনপি সমর্থিত হাজি আলতাফ হোসেন। আলতাফ প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সান্টু। ইকবাল হোসেন বলেন, ‘আমার নেত্রী আমার ওপর ভরসা রেখেছেন। তাই আমি দল থেকে সমর্থন পেয়েছি। কারা ছিল, বাদ পড়ল—সেটা এখন আর দেখার সময় নেই। এলাকার উন্নয়নে কাজ করে মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করাই হবে মূল লক্ষ্য।’

জানা যায়, ৪৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আরিফ হোসেন, বিএনপি সমর্থিত মোস্তাফিজুর রহমানসহ পাঁচজন। তাঁদের মধ্যে যাচাই-বাছাইয়ে বাদ পড়েন মোস্তাফিজুর রহমান। তিনি আপিল করেননি। আরিফ হোসেন ছাড়া অন্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে আরিফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ডিএসসিসির ৬ নম্বর সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিএনপি সমর্থিত রফিকা আফরোজ, আওয়ামী লীগ সমর্থিত নারগীস মাহতাব এবং স্বতন্ত্র প্রার্থী মোসাম্মৎ কিশোয়ারা। গত ৫ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করেন রফিকা আফরোজ। আর ৯ জানুয়ারি প্রত্যাহার করেন মোসাম্মৎ কিশোয়ারা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নারগীস মাহতাব। তবে বিএনপি সমর্থিত প্রার্থী রফিকা আফরোজ পরে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন, মানসিক চাপ প্রয়োগ করে তাঁকে প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য করা হয়। রিটার্নিং অফিসার আবদুল বাতেন বলেন, ‘নিজে এসে প্রার্থিতা প্রত্যাহার করায় এবং চাপের বিষয়ে জানতে চাইলেও তিনি কিছু না বলায় আমাদের আর কিছু করার নেই।’

ডিএসসিসির ৮ নম্বর সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্রই জমা দেন মাত্র একজন। তিনি হলেন আওয়ামী লীগ সমর্থিত নিলুফার রহমান। স্বাভাবিকভাবেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এক প্রশ্নের জবাবে নিলুফার রহমান বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি করে বড় হয়েছি। তাই বঙ্গবন্ধুর আদর্শ আর প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা সব সময় অনুসরণ করেছি। এটা তারই পুরস্কার। এলাকার মানুষও আমায় ভালোবাসে। অন্যরা জানে হয়তো মনোনয়ন কিনে কোনো ফল পাবে না। তাই হয়তো নেয়নি। আমি নির্বাচিত হয়েছি। এখন কাজ হবে শুধু কাজ করে যাওয়া।

বাংলা৭১নিউজ/এমএ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com