‘বর্তমান অগণতান্ত্রিক সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেই স্বপ্ন বর্তমান সরকার ভেঙে খানখান করে দিয়েছে। জাতির সব অর্জনকে ধ্বংস করে ফেলেছে। তাই, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় অবৈধ সরকার পতনের বিকল্প নেই।’
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন এলডিপির নেতারা। এর আগে রাজধানীর পূর্ব-পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি। বিক্ষোভ মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, উপদেষ্টা মাহবুবুর রহমান, কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, ঢাকা মহানগর পশ্চিম এলডিপির সভাপতি সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক অসিম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক নিলু, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মাহবুব, গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ