নোয়াখালীর হাতিয়ায় একটি ভোটকেন্দ্র থেকে মোবাইল ফোনসহ বহিরাগত দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— সুবর্ণচরের সেন্টার বাজার এলাকার আবদুল মালেকের ছেলে মো. সোহেল (২২) ও একই উপজেলার ইসলামপুর এলাকার ইউসুফের ছেলে রুবেল (২৩)।
হাতিয়া থানার এসআই মাইন উদ্দিন বলেন, আটক ব্যক্তিরা স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী মুশফিকুর রহমান মোরশেদের পক্ষে সুবর্ণচর থেকে এসে এ কেন্দ্রে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল।
তবে স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী মুশফিকুর রহমান মোরশেদ বলেন, আটককৃত দুই যুবক হরণী ইউনিয়নের ভোটার এবং হাতিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তারা আমার এজেন্ট। নৌকার প্রার্থীকে সুবিধা দিতে পুলিশ তাদের বিভিন্ন অজুহাত দেখিয়ে আটক করেছে।
উল্লেখ্য, বুধবার হাতিয়ার হরণী ও চানন্দি এ দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএস