বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: গোলাগুলি, কেন্দ্র দখল, হাতবোমা বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার মধ্য দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের নির্বাচন চলছে। সোমবার (৩০ ডিসম্বের) সকাল সাড়ে ৮টার দিকে শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফলে শুভপুর কেন্দ্রের কৃষ্ণনগর গ্রামের ভোটারদের ভোট গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ নং বুথের সকল ভোটারদের সকাল ৯টার আগে কেন্দ্র থেকে বিদায় করে দেয়া হয়েছে।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে দক্ষিণ জেলা ছাত্রলীগের কিছু নেতাকে অবস্থান করতে দেখা গেছে।
আহত আবুল বাশারের বাবা হাজী আবদুল আজিজ অভিযোগ করেন, তার ছেলে কেন্দ্র যাওয়ার পথে মেম্বার প্রার্থী ( ফুটবল মার্কা) জিয়া উদ্দিনের সমর্থকরা মেম্বার প্রার্থী (মোরগ) মামুনুর রশিদের সমর্থকদের গুলি করে। এতে তার ছেলেসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়।
যশপুর কেন্দ্রের প্রিসাইজিং অফিসার বিজয় কুমার দাস বলেন, ভোট কেন্দ্রের মধ্যে কোনো সমস্যা হয়নি। বাহিরে হলে হতে পারে। ভেতরে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে।
শুভপুর কেন্দ্রের প্রিসাইজিং অফিসার বলেন, নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হচ্ছে। আমরা যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার নাছির উদ্দিন চৌধুরী বলেন, এখন পর্যন্ত কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/পিআর