বাংলা৭১নিউজ,ঢাকা: চতুর্থ ধাপের ভোট শেষে নিজের উপলব্ধির কথা তুলে ধরেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি জানান, ভোট দিতে জনগণের অনীহায় জাতি এক গভীর খাদের দিকে অগ্রসরমান। সংসদ সদস্যদের প্রভাবমুক্ত করা না গেলে এ নির্বাচন ত্রুটিমুক্ত করা সম্ভব নয়।
আজ রবিবার পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোট শেষে নিজের উপলব্ধির কথা তুলে ধরেন এ নির্বাচন কমিশনার।
এবার প্রায় সাড়ে তিনশ’ উপজেলায় ভোট হল চার পর্বে। প্রতিটি ধাপে স্থানীয় সংসদ সদস্যদের আচরণবিধি লঙ্ঘনের ব্যাপক অভিযোগ উঠে। এরইমধ্যে অন্তত দুই ডজন এমপিকে নির্বাচনী এলাকা ছাড়ার জন্যেও সতর্ক করা হয়।
রবিবার চতুর্থ ধাপে শতাধিক উপজেলায় ভোট হয়।
মাহবুব তালুকদার বলেন, ‘উপজেলা নির্বাচন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন সম্পন্ন হলো। স্থানীয় সরকার হিসেবে ঘোষিত উপজেলা পরিষদে স্বায়ত্বশাসন নেই। সংসদ সদস্যদের আওতা থেকে উপজেলা পরিষদকে মুক্ত করা না হলে উপজেলা নির্বাচন কোন ক্রমেই সুষ্ঠু, স্বাভাবিক ও ত্রুটিমুক্ত হওয়া সম্ভব না। তবে এটি নিতান্তই রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।
মাহবুব তালুকদার জানান, নির্বাচন বিষয়ে অনাস্থা থেকেই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না।… বিগত দুই বছরে যতগুলো নির্বাচন হয়েছে, তা নিয়ে নির্বাচন কমিশনের আত্মসমালোচনা প্রয়োজন। ঐসব নির্বাচনে যেসকল ভুলভ্রান্তি হয়েছে, সেগুলো পুনরাবৃত্তি রোধ করা দরকার।
‘যেসব কারণে আমরা ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছি, সেসবের কারণ খুঁজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক। এমতাবস্থায় ভোটারদের উপর এ দায় চাপানো ঠিক নয়।
এ নির্বাচন কমিশনার মনে করেন, নির্বাচন বা ভোটদানে জনগণের যে অনীহা পরিলক্ষিত হচ্ছে, তাতে জাতি এক গভীর খাদের দিকে অগ্রসরমান। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই নির্বাচন। নির্বাচনবিমুখিতা গণতন্ত্রের প্রতি মুখ ফিরিয়ে নেওয়ার নামান্তর।
‘আমরা গণতন্ত্রের শোকযাত্রায় সামিল হতে চাই না। রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখা প্রয়োজন।’
বাংলা৭১নিউজ/একে