সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বগি উদ্ধার, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ শেখ হাসিনার যোগসাজসেই সীমান্তে কাঁটাতারের বেড়া: রিজভী প্লট দুর্নীতি শেখ হাসিনা-রেহানা-টিউলিপ-ববির বিরুদ্ধে মামলা লস অ্যাঞ্জেলেসের দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা, মৃত্যু বেড়ে ২৪ জমি চাষে বাংলাদেশিদের বাধা, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক দুই হাজার কোটি টাকার সম্পদের বিষয়ে আদালতকে যা বললেন হেনরী বেনজীর এবং বড় মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ চুলা জ্বলছে না, শিল্পের অবস্থাও শোচনীয়: গ্যাস সঙ্কট আরও তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ ৩ দিন ধরে বন্ধ সঞ্চয়পত্রের সেবা সেবার মান বৃদ্ধিতে করণীয় নির্ধারণে সভা ডেকেছে ডিএনসিসি সেবা না পেলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ে সিলেট অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট চিন্ময় ইস্যুতে চট্টগ্রাম আদালতে হামলা, ৬৫ আইনজীবীর জামিন জমজমের বলে ট্যাপের পানি বিক্রি করে ২৫ লাখ ডলার আয় হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ বাহাত্তরের সংবিধান নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ এবার কি ভাইজানের সঙ্গে জুটি বাঁধবেন কঙ্গনা

ভোটের ফল ঘোষণা শুরু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ১০৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফলাফল সংগ্রহ বিতরণ মঞ্চে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শুরু করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

সচিব বলেন, আপনারা সবাই জানেন আজকে একটি উৎসব  হয়ে গেলো। সেটি হলো ভোট উৎসব। সারা দেশে ২৯৯টি আসনে এ ভোট উৎসব হলো। এর মধ্যে ২৯৩টি আসনে ব্যালট এবং ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। সেনাবাহিনীসহ নির্বাচনে নিরাপত্তায় দায়িত্বে ৬ লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ৭ লক্ষের উপরে ভোটগ্রহণ কর্মকর্তারা কাজ করেছেন।

তিনি বলেন, সারাদেশে আজকে ৪০ হাজারের মতো কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এখানে ২৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। ৪০ হাজার কেন্দ্রের মধ্যে মাত্র ২২টি কেন্দ্রে গোলযোগ এবং অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বাদ বাকি সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এবং ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ভোটগ্রহণ সুসম্পন্ন হয়েছে।

হেলালুদ্দীন আহমদ বলেন, সারাদেশে কিছু সহিংস ঘটনা ঘটেছে। এগুলো কমিশনের নজরে এসেছে। এই সহিংস ঘটনার প্রত্যেকটি বিষয় তদন্ত করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে কমিশন।

ইসি সচিব আরো বলেন, ইতোমধ্যে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্র থেকে যাতে প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য ভোটগ্রহণ কর্মকর্তা ফলাফল নিয়ে নিরাপদে সহকারি রিটার্নিং ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে পারেন। সহকারি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে আমরা যে ফলাফল পেস করবো, সেটি বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল হিসেবে বিবেচিত হবে।

এরপর তিনি প্রথম গাইবান্ধা-৫ আসনের প্রাপ্ত ১১টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৪৫৫ ভোট। মোট ভোটকেন্দ্র ১২২টি। ফলাফল প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা ১১টি। এতে লাঙ্গল প্রতীক পেয়েছে ৬৬৮, হাতপাখা ২৫, নৌকা ২১ হাজার ৮১, ধানের শীষ ৮৯৩ এবং কাস্তে প্রতীকে পেয়েছে ১৫ ভোট। বাতিল হয়েছে ৬২টি ভোট।

পিরোজপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৮০৯। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮১। প্রাপ্ত ভোটকেন্দ্রের ৪। এরমধ্যে কাস্তে প্রতীক পেয়েছে ৬১, স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকে ৩৩, হাতপাখা ২৭০, ধানের শীষ ৭৫৪, স্বতন্ত্র কলার ছড়া ২, লাঙ্গল ৬ হাজার ১ ৩৯ ভোট এবং বটগাছ প্রতীক পেয়েছে ৩২ ভোট।

ইভিএমের একটি কেন্দ্রের আংশিক ফলাফল ঘোষণা করা হয়। খুলনা-২  আসনে মোট ভোটকেন্দ্র ১৫৭টি। ফলাফল প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা ২০টি।  কাস্তে ১১৮, টেলিভিশন ১২, গোলাপ ফুল ৩৯, ধানের শীষ ৩ হাজার ৪১, মাছ ১৫, হাতপাখা ৪৩২, নৌকা ১৩ হাজার ১৪৯ ভোট।

মেহেরপুর-১ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০৬টি। ফলাফল প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা ১০টি। নৌকা ১৯ হাজার ৯৬৭ ভোট, ধানের শীষ ১ হাজার ২১৫, হাতপাখা ২৭৮, লাঙ্গল ১৩৫, গোলাপ ফুল ১১৭। সূত্র: পরিবর্তন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com