বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কৃষি উপদেষ্টার সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আবু সাঈদের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবি আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নরসিংদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ ২ জনের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ কেজি এলপিজির দাম কমলো ১ টাকা গান-বাজনার আড়ালে তাপসের কুকীর্তির অজানা অধ্যায় অবৈধ অভিবাসীদের বৈধতা ও জিএসপি নীতির সংশোধন চায় বাংলাদেশ সময় নেন তবে ফখরুদ্দিন-মঈনের মতো যেন না হয়: ফারুক সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত বায়ুমান ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার: পরিবেশ উপদেষ্টা পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সরকারি কর্মকর্তাদের জন্য ৯ নির্দেশনা নগর পিতা নয়, সেবক হিসেবে মানুষের পাশে থাকব : শাহাদাত আ.লীগের বড় রাজনৈতিক ভুল কী ছিল, জানালেন হাছান মাহমুদ দেশের পরিস্থিতি কিন্তু একটু ঘোলাটে : মির্জা আব্বাস সাংবাদিক মোল্লা জালাল গ্রেফতার ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত বেড়ে ৩

ভিন্ন গন্তব্যে দেশ ছাড়লেন সাকিব-মুশফিক-তাসকিন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৭ বার পড়া হয়েছে

আপাতত আন্তর্জাতিক ম্যাচের বিরতি নেই বাংলাদেশের ক্রিকেটারদের। তাতে কি আর বসে থাকার ফুরসত মেলে! ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে মঙ্গলবার (১৮ জুলাই) দিনেই দেশ ছেড়েছিলেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। এরপর মধ্যরাতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদও ভিন্ন ভিন্ন গন্তব্যে দেশ ছেড়েছেন। সাকিবের উদ্দেশ্য কানাডা, তবে মুশফিক-তাসকিন পা রাখবেন জিম্বাবুয়েতে।

তিনজনই দেশ ছাড়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে ছবি তুলেছেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মুশফিক ও তাসকিন। মুশফিক তার ছবির ক্যাপশনে সালাম জানিয়ে লেখেন, ‘জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। সবার দোয়া কামনা করছি।’ প্রায় একই ক্যাপশনে সাকিবের পাশাপাশি সিটে বসে ছবি দিয়েছেন তাসকিন।

আগামীকাল (২০ জুলাই) থেকে শুরু হবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। সেখানে মন্ট্রিয়েল টাইগার্স দলের হয়ে খেলবেন সাকিব। বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর দলটির দায়িত্বে আছেন। এছাড়া স্কোয়াডে আছেন আন্দ্রে রাসেলে, ক্রিস লিন ও কার্লোস ব্রাথওয়েটের মতো তারকা ক্রিকেটাররা। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ আগস্ট।

অপরদিকে জিম-আফ্রো টি-টেন লিগে জোবার্গ বাফেলোস হয়ে খেলবেন মুশফিক। টাইগার পেসার তাসকিন আহমেদ খেলবেন বুলাওয়েও ব্রেভসে খেলবেন। জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি লিগটিও শুরু হবে আগামীকাল থেকে। উদ্বোধনী দিনেই ইরফান পাঠানের হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিনের বুলাওয়ে ব্রেভস। তবে তাসকিনদের দ্বিতীয় ম্যাচে দেখা হয়ে যেতে পারে মুশফিকের সঙ্গে। তার ম্যাচটি হবে আগামী ২১ জুলাই। এরপর ২৯ জুলাই হবে টুর্নামেন্টটির ফাইনাল। সবগুলো ম্যাচই জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে। মোট ৫টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।

গ্লোবাল টুর্নামেন্ট শেষে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নেবেন টাইগার অলরাউন্ডার সাকিব। তবে কানাডার লিগটির কারণে তার হয়তো পুরো আসরে খেলা হবে না। এলপিএল শুরু হবে ৩০ জুলাই থেকে। এর আগে নিলামের আগেই সাকিবকে দলে ভিড়িয়েছিল গল টাইটান্স। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com