শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় তদন্ত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ১২৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগের সরেজমিন তদন্ত কার্যক্রম গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে।

ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন।

অভিযোগে জানাগেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার  ছয়টি ইউনিয়নের ন্যায় ৫নং ভাঙ্গামোড় ইউনিয়নে হত দরিদ্র পরিবারের মাঝে বিতরনের জন্য ১০.৩২ মে:টন: ভিজিএফের চাল বরাদ্দ হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, চাউল উত্তোলন করে পরিবার প্রতি ২০ কেজি হারে বিতরনের জন্য ৫১৬০টি স্লিপ তৈরি করেন। গত ১৪ আগস্ট/১৮ চাল বিতরন হলে তালিকা ভুক্ত অর্ধশতাধিক পরিবার ভিজিএফের চাল না পেয়ে খালি হাতে ফিরে যায়। চাল বঞ্চিত পরিবারের সদস্যরা পরিবর্তীতে ২৯ আগষ্ট/১৮ চাল আত্মসাতের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করে।

এছাড়াও ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বাবু’র বিরুদ্ধে ওই ইউনিয়নের আটিয়াবাড়ী মৌজায় একই ব্যক্তির নাম একাধিক তালিকায় অন্তভুর্ক্ত করে ভিজিএফের চাল আত্মসাতের লিখিত অভিযোগ করেন ভুক্তভুগিরা। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিলে তদন্ত অনুষ্ঠিত হয়েছে।

এ প্রসঙ্গে ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাল আত্মসাতের অভিযোগ সত্য নয়। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ।

তদন্তকারী কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, সরেজমিন তদন্তে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য নেয়া হয়েছে। দু’এক দিনের মধ্যে রিপোর্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাখিল করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্রনাথ উরাঁও জানান, বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com