সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মুশফিকের বিদায়ের পর মুমিনুলের ফিফটি ডা. জোবাইদা রহমানের সাজা এক বছর স্থগিত কন্যাশিশুদের চোখে দেখতে হবে আগামীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আজকের কন্যাশিশুর মধ্যেই সুপ্তভাবে বিরাজ করছে আগামী দিনের আদর্শ মা ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর ডিবি হেফাজতে দ্রুত সংস্কার ও নির্বাচনের প্রতিশ্রুতি ড. ইউনূসের দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের বিকল্প নেই ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেফতার প্রাণী রক্ষায় আরও মানবিক হতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা রূপালী ব্যাংকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৪তম সভা অনুষ্ঠিত সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন রেললাইনে উঠে গেছে তিস্তার পানি, দুর্ভোগ চরমে: লালমনিরহাট ধর্ষণ মামলায় আসামি হলেন সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ টি-টোয়েন্টিতে নতুন মুখ ২টি, ফিরলেন মিরাজ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত সমবায় ব্যাংকের লকার থেকে ১২ হাজার ভরি সোনা গায়েব গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৮

ভারতের যে দুটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় পাকিস্তান

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২০ বার পড়া হয়েছে

ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে আসবে কী আসবে না- তা নিয়ে চলছে জোর জ্বল্পনা-কল্পনা। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে বিশ্বকাপের ওপরও। পাকিস্তান চায় এশিয়াকাপ খেলতে তাদের দেশে যাক ভারত। তাহলে তারা বিশ্বকাপ খেলতে আসবে ভারতে।

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না। এ নিয়ে যখন রাজনীতি তুঙ্গে, তখন একবার জ্বল্পনা উঠেছিলো, পাকিস্তান ভারতের বাইরে তথা বাংলাদেশের ঢাকায় এসে বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী। যদিও তা মোটেও সম্ভব নয়।

তবে আইসিসির সূত্রে ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, ভারতে এসেই খেলতে ইচ্ছুক পাকিস্তান ক্রিকেট দল। তবে তাদের পছন্দের দুটি ভেন্যু রয়েছে। যেখানে তারা নিজেদের নিরাপদ মনে করে। সে দুটি ভেন্যু হলো কলকাতা এবং চেন্নাই।

যদিও বিসিসিআই, আইসিসি কিংবা পিসিবির পক্ষ থেকে এখনও কিছু আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। আইসিসি সূত্রে এও জানা গেছে, এই দুটি শহর ছাড়াও পাকিস্তানের পছন্দ ছিল ঢাকার মিরপুর স্টেডিয়াম।

এই নিয়ে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পাকিস্তানের ভারতে আসার পুরো বিষয়টা নির্ভর করছে বিসিসিআই এবং ভারত সরকারের উপর। আইসিসিও সে দিকেই তাকিয়ে রয়েছে। তবে পাকিস্তান কলকাতা এবং চেন্নাইয়ে তাদের বিশ্বকাপের সব ম্যাচ খেলতে চায়। অতীতে তারা এই দুই শহরে অতিরিক্ত ম্যাচ খেলেছে। তাই তারা মনে করছে, সেখানে তাদের খেলাটা খুবই নিরাপদ। এরআগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয় কলকাতায়। এছাড়াও কলকাতায় তারা অনেক টুর্নেমেন্ট খেলেছে। সে জন্য কলকাতায় খেলতে চায় তারা। কলকাতা এবং চেন্নাই এই দুই শহরের নিরাপত্তা খুব ভালো। তাই পাকিস্তানের প্রথম পছন্দ এই দুই শহর।’

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ ম্যাচ। সে সঙ্গে টিকিটের হাহাকার। তাই আইসিসি চায় আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ওই ম্যাচটির আয়োজন করতে। যেখানে ১ লাখ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবে। সেখান থেকে আইসিসির আয়ও হবে। যদিও এ ব্যাপারে পিসিবির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২০১১ বিশ্বাকাপে ভারত এভং পাকিস্তান মুখোমুখি হয়েছিলো মোহালিতে। ওয়াগা বর্ডার সামনে হওয়ায় পাক সমর্থকরা এসে সেখানে খেলা দেখার সুবিধা পেতে পারতেন। যদিও আইসিসি এখনই মোহালিকে সেই তালিকায় রাখছে না। এছাড়াও ১৯৯৬ সালে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরুতে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এখন এটাই দেখার পাকিস্তানের ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com