ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে হাফসেঞ্চুরি করলেন সাদমান ইসলাম। আজ মঙ্গলবার কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৭ বলে অর্ধশতক পূর্ণ করেন বাঁহাতি টাইগার ব্যাটার। সব মিলিয়ে এটি সাদমানের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি।
এর আগে ভারতের বিপক্ষে ৮ ইনিংস ব্যাট করেছেন সাদমান। কিন্তু হাফসেঞ্চুরি পাননি। এবারই ভারতের মাটিতে গিয়েই ফিফটি করলেন তিনি। অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেই আউট হয়ে গেছেন সাদমান। আকাশ দীপের বলে যসস্বি জয়সওয়ালের হাতে গালিতে ক্যাচ হন তিনি। ১০১ বলে ৫০ রান করে সাজঘরে ফেরত যান সাদমান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ৯৪ রান। লিটন দাস ১ আর মুশফিকুর রহিম অপরাজিত আছেন ১ রানে। বাংলাদেশের লিড এখন ৪২ রানের।
আজ মঙ্গলবার ২ উইকেটে ২৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারেই আউট হয়ে যান মুমিনুল হক।রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ হন বাঁহাতি ব্যাটার। প্রথম ইনিংসে ১০৭ রানের অপরাজিত থাকা মুমিনুল দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ২ রানে।
এর আগে গতকাল সোমবার চতুর্থ দিনে মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। তখন স্বাগতিকদের লিড ৫২ রানের। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১১ ওভারে ২৬ রান তুলতেই দুটি উইকেট হারায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫ বলে ১০ রান করে আউট হন ওপেনার জাকির হাসান। অশ্বিনের বলে এলবিডব্লিউ হন তিনি। নাইট ওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতেও খুব একটা লাভ হয়নি। হাসান আউট হন ৯ বলে ৪ রান করে।
বাংলা৭১নিউজ/এসএইচ