ভারতে দুইদিনব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ৯টি ব্যাংক ইউনিয়নের জোট ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন (ইউএফবিইউ)। আজ সোমবার (১৫ মার্চ) ও আগামীকাল মঙ্গলবার (১৬ মার্চ) এ ধর্মঘট পালিত হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
খবরে প্রকাশ, ভারতে সরকারি ব্যাংকগুলির বেসরকারিকরণ এবং ব্যাংকিং সংস্কার প্রত্যাহার করার দাবিতেই এ ধর্মঘট ডাকা হয়েছে। দেশজুড়ে ১০ লাখেরও বেশি ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী এ ধর্মঘটে যোগদান করবেন। ধর্মঘটের কারণে শাখাগুলিতে আমানত এবং প্রত্যাহার, চেক ছাড়পত্র এবং লোন অনুমোদনের মতো সেবাগুলি ব্যাহত হবে। তবে এটিএমগুলি কার্যকর থাকবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট ঘোষণার পরে এই ধর্মঘটের ডাক দেওয়া হলো। তিনি দুইটি সরকারি ব্যাংককে বেসরকারিকরণ করার কথা বলেছিলেন। ব্যাংক ছাড়াও চারটি সাধারণ বীমা কোম্পানির সব ইউনিয়ন ধর্মঘট পালন করবে বুধবার (১৭ মার্চ)।
বাংলা৭১নিউজ/এএন