বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

ভারতে সন্ত্রাসের মিথ্যা মামলায় ফাঁসানো মুসলমানদের মামলা লড়তে জাকাতের অর্থ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৭ জুন, ২০১৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতীয় মুসলামনদের একটি সংগঠন জমিয়তে উলেমায় হিন্দ বলছে, জাকাতের মাধ্যমে সংগৃহীত অর্থের একটা অংশ তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মুসলমানদের হয়ে মামলা লড়ার জন্য খরচ করছে।

তারা বলছেন, সেইসব অভিযুক্তের জন্যই জাকাতের টাকা খরচ করা হচ্ছে, যারা অর্থের অভাবে হয়তো ভাল উকিল দিতে পারছেন না বা উচ্চতর আদালতে আপিল করতে পারছেন না।

ইতিমধ্যেই প্রায় ১০০ জন মুসলমান যুবককে জাকাতের অর্থে মামলা লড়ে ছাড়িয়ে আনা হয়েছে বলে দাবী ওই সংগঠনটির।

bangla_1024x576

জমিয়তে উলেমায় হিন্দ বলছে, এমন অনেক মুসলমান যুবক জেলবন্দী রয়েছেন, যারা সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকায় অভিযুক্ত।

তাদের অনেককে নিম্ন আদালত সাজাও দিয়েছে, কিন্তু উচ্চতর আদালতে দেখা গেছে যে তাদের অনেকেই নির্দোষ।

সংগঠনটির ভাষায়, সন্ত্রাসের মিথ্যা মামলায় যাদের ফাঁসানো হয়েছে, তাদেরই আইনি সহায়তা দেওয়া হচ্ছে, প্রকৃত সন্ত্রাসীদের নয়।

জমিয়তে উলেমায় হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী বিবিসিকে বলেছেন, সন্ত্রাসে অভিযুক্তদের আইনি সহায়তা দেওয়ার অর্থ যেমন সাধারণ দান থেকে আসছে, তেমনই আসছে জাকাতের মাধ্যমে সংগৃহীত অর্থ থেকেও।

160607153719_india_muslim_640x360_website_nocredit

“আমরা মনে করি এই আইনি সহায়তা করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। বহু মুসলমান যুবকের বিরুদ্ধে মিথ্যা সন্ত্রাসের অভিযোগ আনা হচ্ছে আর তাদের দিনের পর দিন জেলে পচতে হচ্ছে। সরকারগুলো কি একবারও ভাবে না এদের কথা, এদের পরিবারগুলোর কথা?” বলছিলেন মি. চৌধুরী।

সংগঠনটি দাবী করছে, তাদের আর্থিক সহায়তায় লড়া মামলায় অনেকে যেমন উচ্চ আদালতে সন্ত্রাসের অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছেন, তেমনই অনেকের আবার ফাঁসির সাজা বাতিল করে দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/তথ্যসূত্র:বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com